ফেনী প্রতিনিধি
১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ফেনী পৌর যুবলীগ নেতাকে পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গতকাল শনিবার গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব ৬। এ সময় তাঁদের কাছে থাকা ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তার আবুল কালাম সোহেল পৌর যুবলীগের উপ প্রচার সম্পাদক।
এ বিষয়ে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা যুবলীগ আবুল কালাম সোহেলকে পদ ও দল থেকে বহিষ্কার করেছে। সংগঠনের পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি অপরাধের দায়ভার সংগঠন নেবে না।
গ্রেপ্তার আবুল কালাম সোহেল সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবুল বাশারের ছেলে। তার সঙ্গী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিনকেও (৪২) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে এমন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব-৬। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম সোহেল ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ছাড়াও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।
র্যাব-৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেপ্তারদের কোটালিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ র্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ফেনী পৌর যুবলীগ নেতাকে পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গতকাল শনিবার গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব ৬। এ সময় তাঁদের কাছে থাকা ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তার আবুল কালাম সোহেল পৌর যুবলীগের উপ প্রচার সম্পাদক।
এ বিষয়ে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা যুবলীগ আবুল কালাম সোহেলকে পদ ও দল থেকে বহিষ্কার করেছে। সংগঠনের পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি অপরাধের দায়ভার সংগঠন নেবে না।
গ্রেপ্তার আবুল কালাম সোহেল সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবুল বাশারের ছেলে। তার সঙ্গী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিনকেও (৪২) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে এমন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব-৬। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম সোহেল ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ছাড়াও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।
র্যাব-৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেপ্তারদের কোটালিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ র্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৮ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৮ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৮ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৮ ঘণ্টা আগে