ফেনী প্রতিনিধি
১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ফেনী পৌর যুবলীগ নেতাকে পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গতকাল শনিবার গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব ৬। এ সময় তাঁদের কাছে থাকা ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তার আবুল কালাম সোহেল পৌর যুবলীগের উপ প্রচার সম্পাদক।
এ বিষয়ে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা যুবলীগ আবুল কালাম সোহেলকে পদ ও দল থেকে বহিষ্কার করেছে। সংগঠনের পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি অপরাধের দায়ভার সংগঠন নেবে না।
গ্রেপ্তার আবুল কালাম সোহেল সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবুল বাশারের ছেলে। তার সঙ্গী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিনকেও (৪২) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে এমন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব-৬। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম সোহেল ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ছাড়াও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।
র্যাব-৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেপ্তারদের কোটালিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ র্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ফেনী পৌর যুবলীগ নেতাকে পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গতকাল শনিবার গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব ৬। এ সময় তাঁদের কাছে থাকা ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তার আবুল কালাম সোহেল পৌর যুবলীগের উপ প্রচার সম্পাদক।
এ বিষয়ে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা যুবলীগ আবুল কালাম সোহেলকে পদ ও দল থেকে বহিষ্কার করেছে। সংগঠনের পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি অপরাধের দায়ভার সংগঠন নেবে না।
গ্রেপ্তার আবুল কালাম সোহেল সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবুল বাশারের ছেলে। তার সঙ্গী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিনকেও (৪২) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে এমন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব-৬। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম সোহেল ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ছাড়াও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।
র্যাব-৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেপ্তারদের কোটালিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ র্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল
২ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
২১ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৪৪ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে