Ajker Patrika

১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ফেনীর যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

ফেনী প্রতিনিধি
১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ফেনীর যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ফেনী পৌর যুবলীগ নেতাকে পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল শনিবার গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করে র‍্যাব ৬। এ সময় তাঁদের কাছে থাকা ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেপ্তার আবুল কালাম সোহেল পৌর যুবলীগের উপ প্রচার সম্পাদক।

এ বিষয়ে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে জেলা যুবলীগ আবুল কালাম সোহেলকে পদ ও দল থেকে বহিষ্কার করেছে। সংগঠনের পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি অপরাধের দায়ভার সংগঠন নেবে না।

গ্রেপ্তার আবুল কালাম সোহেল সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবুল বাশারের ছেলে। তার সঙ্গী নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মতিনকেও (৪২) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ সূত্র জানায়, একটি মাইক্রোবাসে করে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে মাদক বেচাকেনা হবে এমন সংবাদে সেখানে অভিযান চালায় র‍্যাব-৬। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাদের ধাওয়া করে দুই মাদক ব্যবসায়ী মো. আবুল কালাম সোহেল ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ছাড়াও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে।

র‍্যাব-৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেপ্তারদের কোটালিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত