Ajker Patrika

ফখরুলদের কাছে যেকোনো কিছুই ফাঁদ মনে হয়: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
ফখরুলদের কাছে যেকোনো কিছুই ফাঁদ মনে হয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আগে যেভাবে অবাধ ও নিরপেক্ষভাবে সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে এবারও সেভাবে হবে। মির্জা ফখরুলদের কাছে আসলে যে কোনো কিছুই ফাঁদ মনে হয়। এর কারণ হচ্ছে তাঁরা তো সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় নেই। তাঁরা সবার জন্য ফাঁদ পাততে পাততে যা কিছু দেখেন তাই ফাঁদ মনে করেন।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সরকারের একটি সদিচ্ছা সময়মতো নির্বাচন করার উদ্যোগ। বিএনপি যত দ্রুত সুস্থ রাজানীতির ধারায় ফিরে আসতে পারবে, সেটা তাঁদের জন্য এবং দেশের জন্য মঙ্গল।’

আজ সোমবার বিকেলে চাঁদপুর শহরের গণি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সব সময় উদ্বুদ্ধ করেন মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের জন্য কাজ করতে। আমরা অতিমারির সময় দেখেছি কীভাবে আমাদের যুব ও ছাত্র নেতারা কাজ করেছেন। তাঁরা ওই সময় মানুষের ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছেন। যুব সমাজের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকেও আমি স্বাগত জানাই।’

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ আওয়ামী লীগ, পৌর সভার প্যানেল মেয়র হেলাল হোসাইনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত