Ajker Patrika

চট্টগ্রামে বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার না হলে থানা ঘেরাওয়ের হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৭: ৪৪
চট্টগ্রামে বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার না হলে থানা ঘেরাওয়ের হুমকি

গত ১৬ দিনে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানা বিএনপি নেতা-কর্মীদের নামে পাঁচটি গায়েবি মামলা দায়ের করেছে সরকারি দল। এসব মামলা সুষ্ঠু তদন্ত করে প্রত্যাহার না করলে প্রয়োজনে থানা ঘেরাওর মতো কঠিন কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দক্ষিণ জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। 

এতে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। 

আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচিতে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দাবি আদায়ে অনড় রয়েছে।’ 

আবু সুফিয়ান বলেন, ‘গত ১৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এই ১৬ দিনে লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও বোয়ালখালী থানায় বিএনপি নেতা-কর্মীদের আসামি করে পাঁচটি মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রত্যেক থানায় রুজু করা মামলায় একই ধারাগুলো ব্যবহার করে শুধু স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ব্যতীত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করা হয়েছে।’ 

বিএনপির এ নেতা আরও বলেন, ‘চন্দনাইশ থানার মামলায় যাদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে পবিত্র হজ পালনের জন্য দেড় মাস সৌদি আরবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাইফুল করিম। তাঁরা দেশে আসেন গত ৩০ জুলাই। অথচ ২৮ জুলাই চন্দনাইশ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’ এভাবেই প্রতিটি মামলা সাজানো হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত