Ajker Patrika

বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকী গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২১, ১৪: ৪৫
বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকী গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম): হেফাজত ইসলাম বাংলাদেশ বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চট্টগ্রামের হাটহাজারী অক্সিজেন মহাসড়কের ফতেয়াবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ইনামুল হাসান ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

র‍্যাব-৭ চট্টগ্রাম অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, হাটহাজারীর সহিংসতার ঘটনায় জুনায়েদ বাবুনগরীর প্রেসচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমের মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে গুলিতে হাটহাজারীতে চারজন নিহত হন। এতে বিক্ষুব্ধ মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলাতে ভাঙচুর অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে চার হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ছয়জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত