চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি দোকান পুড়ে গেছে। আরও দুটি দোকানের আংশিক আগুন ধরেছে। আজ বুধবার ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়া এই পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে হারবাং নাথপাড়ায় পরিতোষ নাথের বসতঘরের পেছনে একটি অটোরিকশায় আগুন জ্বলতে দেখতে পায়। এ সময়বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে অটোরিকশার আগুন নিভিয়ে ফেলে। এতে গাড়িটির সামনের অংশ আগুনে পুড়ে যায়।
এ ছাড়াও ভোর ৫টার দিকে নাথপাড়ার হরি চন্দ্র নাথ চায়ের দোকান খোলার জন্য কাজলের মুদির দোকান থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক কাজল।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াছ আহমেদ বলেন, ‘রাত তিনটার দিকে নাথপাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন অগ্নিকাণ্ডের ঘটনা দেখে চিৎকার করলে পাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
চকরিয়া সার্কেলের এএসপি এম এম রকীব উর রাজা বলেন, ‘দুটি ঘটনার ঘটনাস্থল আধা কিলোমিটার দূরত্ব। এ ছাড়া অটোরিকশার মালিক দীর্ঘ ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারায় বসবাস করে আসছেন। ওই দিন রাতে নিজে অটোরিকশাটি চালিয়ে তিনি তাঁর গ্রামের বাড়িতে এসেছিলেন। আগুন লাগার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি দোকান পুড়ে গেছে। আরও দুটি দোকানের আংশিক আগুন ধরেছে। আজ বুধবার ভোরে উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়া এই পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে হারবাং নাথপাড়ায় পরিতোষ নাথের বসতঘরের পেছনে একটি অটোরিকশায় আগুন জ্বলতে দেখতে পায়। এ সময়বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে অটোরিকশার আগুন নিভিয়ে ফেলে। এতে গাড়িটির সামনের অংশ আগুনে পুড়ে যায়।
এ ছাড়াও ভোর ৫টার দিকে নাথপাড়ার হরি চন্দ্র নাথ চায়ের দোকান খোলার জন্য কাজলের মুদির দোকান থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক কাজল।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াছ আহমেদ বলেন, ‘রাত তিনটার দিকে নাথপাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন অগ্নিকাণ্ডের ঘটনা দেখে চিৎকার করলে পাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
চকরিয়া সার্কেলের এএসপি এম এম রকীব উর রাজা বলেন, ‘দুটি ঘটনার ঘটনাস্থল আধা কিলোমিটার দূরত্ব। এ ছাড়া অটোরিকশার মালিক দীর্ঘ ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারায় বসবাস করে আসছেন। ওই দিন রাতে নিজে অটোরিকশাটি চালিয়ে তিনি তাঁর গ্রামের বাড়িতে এসেছিলেন। আগুন লাগার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে গ্রেপ্তারের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
৩ মিনিট আগেসংসারের হাল ধরতে পাঁচ মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুই মাসের মাথায় গত জানুয়ারিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নানা জটিলতার কারণে তাঁর মৃত্যুর তিন মাস পর লাশ এসেছে দেশের মাটিতে।
১৭ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় গতকাল শুক্রবার রাতে একটি কবরস্থানের পাঁচটি কবরের কঙ্কাল চুরির হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের আইয়ুব আলী মাস্টারের পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপরকীয়া সন্দেহে কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে