Ajker Patrika

মেরিন ড্রাইভে পড়ে আছে হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেড। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেড। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোনারপাড়ার ওয়েভস পয়েন্ট লিমিটেড নামের একটি নির্মাণাধীন ভবনের পাশে এটি পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ওই এলাকা থেকে এক যুবক হ্যান্ড গ্রেনেডটি দেখে পুলিশকে খবর দেয়। এরপর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হ্যান্ড গ্রেনেড বা বোমাসদৃশ বস্তুটি দেখতে পান।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলটি থানার পুলিশের মাধ্যমে কর্ডন করে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সার্বিক বিষয়ে নজরদারি অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত