দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় এক ছাত্রদল নেতার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড বুলেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার দুপুরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল হাসান জাবেদের বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।
অভিযান শেষে যৌথ সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর দাগনভূঞার অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক কারবারিদের গ্রেপ্তারে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়।
শাহরিয়ার রহমান বলেন, ‘অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশ্রাফুল হাসান জাবেদের ঘরে অভিযান চালাই। মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে বসতঘরের ছাদ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।’
মেজর শাহরিয়ার আরও জানান, তাঁর থাকার ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। অভিযান চালানোর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে পালিয়ে যান।
তবে এ বিষয়ে জাবেদের মা বলেন, ‘আমাদের ঘরে কী পাইছে না পাইছে কিছুই জানি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। আর যে ছুরিগুলো ওরা নিছে, সেগুলো কোরবানির গরুর চামড়া ওঠানোর ছুরি।’ ছাত্রদল নেতা জাবেদ জানান, এটি তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।
ফেনীর দাগনভূঞায় এক ছাত্রদল নেতার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড বুলেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার দুপুরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল হাসান জাবেদের বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়।
অভিযান শেষে যৌথ সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর দাগনভূঞার অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক কারবারিদের গ্রেপ্তারে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়।
শাহরিয়ার রহমান বলেন, ‘অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশ্রাফুল হাসান জাবেদের ঘরে অভিযান চালাই। মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে বসতঘরের ছাদ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।’
মেজর শাহরিয়ার আরও জানান, তাঁর থাকার ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। অভিযান চালানোর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে পালিয়ে যান।
তবে এ বিষয়ে জাবেদের মা বলেন, ‘আমাদের ঘরে কী পাইছে না পাইছে কিছুই জানি না। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এগুলো করা হচ্ছে। আর যে ছুরিগুলো ওরা নিছে, সেগুলো কোরবানির গরুর চামড়া ওঠানোর ছুরি।’ ছাত্রদল নেতা জাবেদ জানান, এটি তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।
এবার ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২১ মেগ
১১ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
১ ঘণ্টা আগেচাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
২ ঘণ্টা আগে