কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ১০ মাঝি, মাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তাঁদের মধ্যে আটজন আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ রয়েছেন।
গতকাল বুধবার রাত ৩টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে লাসপাতায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া মাঝি মো. আলম উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ ছেলে ও মাল্লা মঈনুদ্দিন একই গ্রামের রাহামত উল্লাহর ছেলে।
ট্রলারমালিক মো. শাহজাহান বলেন, গত সোমবার সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায় ট্রলারটি। গতকাল মাছ ধরা শেষে তীরে রওনা দেয়। পথে লাসপাতা নামক স্থানে অন্য ট্রলারের পাতানো জালে আটকে ট্রলারটি ডুবে যায়। আটজনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া আটজনসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজ দুজনের সন্ধানে কয়েকটি ট্রলার সমুদ্রে কাজ করছে বলেও জানান শাহজাহান।
উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইমরুল ফারুক বলেন, চুল্লারপাড়া গ্রামের শাহাজাহানের মালিকানাধীন ট্রলার ডুবে দুজন নিখোঁজ রয়েছেন। বাকি আটজনসহ ট্রলারটি রাতে কুতুবদিয়ার তীরে পৌঁছাবে।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলারডুবির বিষয়টি বোটের মালিক জানিয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়েছে। পুলিশও খোঁজ রাখছে।
বঙ্গোপসাগরে ১০ মাঝি, মাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তাঁদের মধ্যে আটজন আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ রয়েছেন।
গতকাল বুধবার রাত ৩টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে লাসপাতায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া মাঝি মো. আলম উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ ছেলে ও মাল্লা মঈনুদ্দিন একই গ্রামের রাহামত উল্লাহর ছেলে।
ট্রলারমালিক মো. শাহজাহান বলেন, গত সোমবার সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায় ট্রলারটি। গতকাল মাছ ধরা শেষে তীরে রওনা দেয়। পথে লাসপাতা নামক স্থানে অন্য ট্রলারের পাতানো জালে আটকে ট্রলারটি ডুবে যায়। আটজনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া আটজনসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজ দুজনের সন্ধানে কয়েকটি ট্রলার সমুদ্রে কাজ করছে বলেও জানান শাহজাহান।
উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইমরুল ফারুক বলেন, চুল্লারপাড়া গ্রামের শাহাজাহানের মালিকানাধীন ট্রলার ডুবে দুজন নিখোঁজ রয়েছেন। বাকি আটজনসহ ট্রলারটি রাতে কুতুবদিয়ার তীরে পৌঁছাবে।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রলারডুবির বিষয়টি বোটের মালিক জানিয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়েছে। পুলিশও খোঁজ রাখছে।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
৫ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
৬ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
৬ ঘণ্টা আগে