Ajker Patrika

সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লা সিটি মেয়রের কথিত পিএস বাবু আটক

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ১৩
সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লা সিটি মেয়রের কথিত পিএস বাবু আটক

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনা-পরবর্তী সহিংসতা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর কথিত ব্যক্তিগত সচিব (পিএস) মঈনুদ্দীন আহমেদ বাবুকে আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে রাঙামাটির সাজেক থেকে তাঁকে আটক করে কুমিল্লার কোতোয়ালি থানার পুলিশ। 

আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল হক। 

কুমিল্লা জেলা পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ভাঙচুরের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।একটি মামলার বাদী পুলিশ অন্যটির বাদী নানুয়াদিঘীর পাড় অস্থায়ী পূজা মণ্ডপের ব্যবস্থাপক তরুণ কান্তি মোদক।

এ ছাড়া কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও দুজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজ দুপুর আড়াইটায় আদালতে তোলা হয়েছে।

কুমিল্লার নানুয়ার দীঘিপাড়ের পূজামণ্ডপে হামলা-ভাঙচুর শুরুর জন্য মঈনুদ্দীন আহমেদ বাবু নামের এক ব্যক্তিকে দায়ী করছেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা। এ নিয়ে ফেসবুকেও তাঁর বিরুদ্ধে নানা পোস্ট দেওয়া হয়। ঘটনার সময় তাঁকে উত্তর পাড়ে সক্রিয় থাকতে দেখা গেছে। সেখানে কখনো স্লোগান আবার কখনো বিক্ষোভকারীদের থামাতে দেখা যায় তাঁকে। 

অভিযোগ ওঠার পর কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুও সাংবাদিকদের বলেন, বাবু তাঁর ব্যক্তিগত পিএস নন। তবে তিনি প্রায়ই সঙ্গে থাকতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত