নোয়াখালী প্রতিনিধি
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
আজ রোববার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে রেললাইনে অবস্থান নেন ছাত্র-জনতা। উপকূল ট্রেনটি অবরুদ্ধ রাখায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
আন্দোলনকারীরা জানান, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনো তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। এর ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করার আরও সুযোগ পাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ অজানা কারণে ট্রেনটি চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে কোনো আশ্বাস না পেলে আরও কঠোর আন্দোলন করা হবে।
অবরুদ্ধ ট্রেনে থাকা যাত্রীরা বলেন, সাময়িক ভোগান্তি হলেও আমরা এ দাবির পক্ষে একমত। দ্রুত নতুন ট্রেনটি এই রুটে চালু করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মাইজদী কোর্ট স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। দেড় ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ৭টার পর সেটি ছেড়ে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
আজ রোববার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে রেললাইনে অবস্থান নেন ছাত্র-জনতা। উপকূল ট্রেনটি অবরুদ্ধ রাখায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
আন্দোলনকারীরা জানান, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনো তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। এর ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করার আরও সুযোগ পাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ অজানা কারণে ট্রেনটি চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে কোনো আশ্বাস না পেলে আরও কঠোর আন্দোলন করা হবে।
অবরুদ্ধ ট্রেনে থাকা যাত্রীরা বলেন, সাময়িক ভোগান্তি হলেও আমরা এ দাবির পক্ষে একমত। দ্রুত নতুন ট্রেনটি এই রুটে চালু করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মাইজদী কোর্ট স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। দেড় ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ৭টার পর সেটি ছেড়ে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপ
২ মিনিট আগেপারিবারিক সূত্রে জানা যায়, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। রোববার ভোরে ঘরের ভেতরে তাঁকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
১১ মিনিট আগেসিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান বলছে, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের নিবন্ধনের সুযোগ নিয়ে গড়ে ওঠা সমবায় প্রতিষ্ঠানটি ব্যাংকিং কার্যক্রমের মতো উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে জামালপুর ও আশপাশের জেলার প্রায় ১৩-১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আমানত নেয়। প্রতি লাখে মাসে...
১২ মিনিট আগেশ্যামপুর থানা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া লিপুর (৪৯) বিরুদ্ধে শ্যামপুর ও ওয়ারী থানায় হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
১৯ মিনিট আগে