Ajker Patrika

লক্ষ্মীপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদুর রহমান (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মজুচৌধুরীরহাট-করাতিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদুর রহমান সদর উপজেলার শমসেরাবাদ এলাকার মাসুদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে মাকসুদুর রহমান মোটরসাইকেল নিয়ে করাতিরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মজুচৌধুরীরহাট-করাতিরহাট সড়কে পৌঁছালে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মাকসুদুর রহমান ও জোবায়ের হোসেনসহ দুজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মাকসুদুর রহমান মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা অরূপ পাল। তিনি বলেন, মাকসুদুর রহমানকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ট্রাক্টরচালককে ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত