Ajker Patrika

সেনবাগে ২৯ দুরারোগ্য রোগীকে সাড়ে ১৪ লাখ টাকা অনুদান

প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)
সেনবাগে ২৯ দুরারোগ্য রোগীকে সাড়ে ১৪ লাখ টাকা অনুদান

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আজ এ চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৯ জন ক্যানসার আক্রান্ত, ৩ জন কিডনি আক্রান্ত, ৬ জন স্ট্রোক করে প্যারালাইজড এবং ১ জন জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত। 

ক্যানসারে আক্রান্ত সাহায্যপ্রাপ্তরা হলেন—পাইখাস্তার মরিয়ম আক্তার (১১), বাবুপুরের আওয়ামী লতিফ (৮২), কেশারপাড়ের জাহানারা আক্তার (৩১), বীরকোটের ফরহাদ আল ফয়সাল (৩৭), উত্তর মোহাম্মাদপুরের আলেয়া ফেরদৌসী (৪৮), দক্ষিণ অর্জুনতলার আমেনা খাতুন (৩৯), বীরনারায়নপুরের পেয়ারা বেগম (৫৩), বিজবাগের কামাল উদ্দিন (৩৮), কেশারপাড়ের হাফেজা বেগম (৫২), চারিদ্রোনের মো. মহসিন (৪২), রাজারামপুরের নুর মো. সোহাগ (৩৮), হাঁটিরপাড়ের রোকেয়া বেগম (৪৬), উত্তর জয়নগরের হাজি নুর নবী (৫৫), রাজারামপুরের ছেরাজল হক (৬৫), নজরপুরের আব্দুল আলী (৫৫), ইটবাড়ীয়ার জালাল আহমেদ (৪১), মানিকপুরের বিবি ফাতেমা (৪০), ছাতারপাইয়ার মাছুমা আক্তার (৪৬), গোরকাটার বিবি কুলছুম (৪২)। 

কিডনি রোগে আক্রান্তরা হলেন—বিজবাগের বেলায়েত হোসেন (৫৬), ইয়ারপুরের সাইফুল ইসলাম (৪১), দক্ষিণ অর্জুনতলার আব্দুল মতিন (৭২)।

স্ট্রোক জনিত প্যারালাইজড ব্যক্তিরা হলেন—নাজির নগরের আ. খালেক (৫৩), বীরকোটের মনোয়ারা বেগম (৫৮), হিজলী নুর নবী (৪৫), হিজলীর আবুল বাশার (৬৫), দক্ষিণ গোরকাটার আফিয়া খাতুন (৬০), মানিকপুরের মো. ইয়াছিন (৪৬) ও জন্মগত হৃদ্‌রোগে আক্রান্ত দক্ষিণ অর্জুনতলার জান্নাতুল নঈম (১৫)।

গতকাল বুধবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও নাছরুল্যাহ আল মাহমুদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত