প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আজ এ চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৯ জন ক্যানসার আক্রান্ত, ৩ জন কিডনি আক্রান্ত, ৬ জন স্ট্রোক করে প্যারালাইজড এবং ১ জন জন্মগত হৃদ্রোগে আক্রান্ত।
ক্যানসারে আক্রান্ত সাহায্যপ্রাপ্তরা হলেন—পাইখাস্তার মরিয়ম আক্তার (১১), বাবুপুরের আওয়ামী লতিফ (৮২), কেশারপাড়ের জাহানারা আক্তার (৩১), বীরকোটের ফরহাদ আল ফয়সাল (৩৭), উত্তর মোহাম্মাদপুরের আলেয়া ফেরদৌসী (৪৮), দক্ষিণ অর্জুনতলার আমেনা খাতুন (৩৯), বীরনারায়নপুরের পেয়ারা বেগম (৫৩), বিজবাগের কামাল উদ্দিন (৩৮), কেশারপাড়ের হাফেজা বেগম (৫২), চারিদ্রোনের মো. মহসিন (৪২), রাজারামপুরের নুর মো. সোহাগ (৩৮), হাঁটিরপাড়ের রোকেয়া বেগম (৪৬), উত্তর জয়নগরের হাজি নুর নবী (৫৫), রাজারামপুরের ছেরাজল হক (৬৫), নজরপুরের আব্দুল আলী (৫৫), ইটবাড়ীয়ার জালাল আহমেদ (৪১), মানিকপুরের বিবি ফাতেমা (৪০), ছাতারপাইয়ার মাছুমা আক্তার (৪৬), গোরকাটার বিবি কুলছুম (৪২)।
কিডনি রোগে আক্রান্তরা হলেন—বিজবাগের বেলায়েত হোসেন (৫৬), ইয়ারপুরের সাইফুল ইসলাম (৪১), দক্ষিণ অর্জুনতলার আব্দুল মতিন (৭২)।
স্ট্রোক জনিত প্যারালাইজড ব্যক্তিরা হলেন—নাজির নগরের আ. খালেক (৫৩), বীরকোটের মনোয়ারা বেগম (৫৮), হিজলী নুর নবী (৪৫), হিজলীর আবুল বাশার (৬৫), দক্ষিণ গোরকাটার আফিয়া খাতুন (৬০), মানিকপুরের মো. ইয়াছিন (৪৬) ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত দক্ষিণ অর্জুনতলার জান্নাতুল নঈম (১৫)।
গতকাল বুধবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও নাছরুল্যাহ আল মাহমুদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আজ এ চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৯ জন ক্যানসার আক্রান্ত, ৩ জন কিডনি আক্রান্ত, ৬ জন স্ট্রোক করে প্যারালাইজড এবং ১ জন জন্মগত হৃদ্রোগে আক্রান্ত।
ক্যানসারে আক্রান্ত সাহায্যপ্রাপ্তরা হলেন—পাইখাস্তার মরিয়ম আক্তার (১১), বাবুপুরের আওয়ামী লতিফ (৮২), কেশারপাড়ের জাহানারা আক্তার (৩১), বীরকোটের ফরহাদ আল ফয়সাল (৩৭), উত্তর মোহাম্মাদপুরের আলেয়া ফেরদৌসী (৪৮), দক্ষিণ অর্জুনতলার আমেনা খাতুন (৩৯), বীরনারায়নপুরের পেয়ারা বেগম (৫৩), বিজবাগের কামাল উদ্দিন (৩৮), কেশারপাড়ের হাফেজা বেগম (৫২), চারিদ্রোনের মো. মহসিন (৪২), রাজারামপুরের নুর মো. সোহাগ (৩৮), হাঁটিরপাড়ের রোকেয়া বেগম (৪৬), উত্তর জয়নগরের হাজি নুর নবী (৫৫), রাজারামপুরের ছেরাজল হক (৬৫), নজরপুরের আব্দুল আলী (৫৫), ইটবাড়ীয়ার জালাল আহমেদ (৪১), মানিকপুরের বিবি ফাতেমা (৪০), ছাতারপাইয়ার মাছুমা আক্তার (৪৬), গোরকাটার বিবি কুলছুম (৪২)।
কিডনি রোগে আক্রান্তরা হলেন—বিজবাগের বেলায়েত হোসেন (৫৬), ইয়ারপুরের সাইফুল ইসলাম (৪১), দক্ষিণ অর্জুনতলার আব্দুল মতিন (৭২)।
স্ট্রোক জনিত প্যারালাইজড ব্যক্তিরা হলেন—নাজির নগরের আ. খালেক (৫৩), বীরকোটের মনোয়ারা বেগম (৫৮), হিজলী নুর নবী (৪৫), হিজলীর আবুল বাশার (৬৫), দক্ষিণ গোরকাটার আফিয়া খাতুন (৬০), মানিকপুরের মো. ইয়াছিন (৪৬) ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত দক্ষিণ অর্জুনতলার জান্নাতুল নঈম (১৫)।
গতকাল বুধবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও নাছরুল্যাহ আল মাহমুদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো মোড় এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–২। আটকেরা হলেন, মো. জহিরুল ইসলাম (২১) ও মো. লিয়াকত আলী লিমন (৩৩)।
৩৯ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীরা। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন তারা।
১ ঘণ্টা আগেঅভিযুক্ত সাংবাদিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান সেলিম। তিনি আলদাতপুরে হিন্দুপল্লিতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন।
২ ঘণ্টা আগেরাজধানীতে ছাত্রদল ও এনসিপির পৃথক সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকাগুলোতে আজ রোববার যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি।
২ ঘণ্টা আগে