প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আজ এ চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৯ জন ক্যানসার আক্রান্ত, ৩ জন কিডনি আক্রান্ত, ৬ জন স্ট্রোক করে প্যারালাইজড এবং ১ জন জন্মগত হৃদ্রোগে আক্রান্ত।
ক্যানসারে আক্রান্ত সাহায্যপ্রাপ্তরা হলেন—পাইখাস্তার মরিয়ম আক্তার (১১), বাবুপুরের আওয়ামী লতিফ (৮২), কেশারপাড়ের জাহানারা আক্তার (৩১), বীরকোটের ফরহাদ আল ফয়সাল (৩৭), উত্তর মোহাম্মাদপুরের আলেয়া ফেরদৌসী (৪৮), দক্ষিণ অর্জুনতলার আমেনা খাতুন (৩৯), বীরনারায়নপুরের পেয়ারা বেগম (৫৩), বিজবাগের কামাল উদ্দিন (৩৮), কেশারপাড়ের হাফেজা বেগম (৫২), চারিদ্রোনের মো. মহসিন (৪২), রাজারামপুরের নুর মো. সোহাগ (৩৮), হাঁটিরপাড়ের রোকেয়া বেগম (৪৬), উত্তর জয়নগরের হাজি নুর নবী (৫৫), রাজারামপুরের ছেরাজল হক (৬৫), নজরপুরের আব্দুল আলী (৫৫), ইটবাড়ীয়ার জালাল আহমেদ (৪১), মানিকপুরের বিবি ফাতেমা (৪০), ছাতারপাইয়ার মাছুমা আক্তার (৪৬), গোরকাটার বিবি কুলছুম (৪২)।
কিডনি রোগে আক্রান্তরা হলেন—বিজবাগের বেলায়েত হোসেন (৫৬), ইয়ারপুরের সাইফুল ইসলাম (৪১), দক্ষিণ অর্জুনতলার আব্দুল মতিন (৭২)।
স্ট্রোক জনিত প্যারালাইজড ব্যক্তিরা হলেন—নাজির নগরের আ. খালেক (৫৩), বীরকোটের মনোয়ারা বেগম (৫৮), হিজলী নুর নবী (৪৫), হিজলীর আবুল বাশার (৬৫), দক্ষিণ গোরকাটার আফিয়া খাতুন (৬০), মানিকপুরের মো. ইয়াছিন (৪৬) ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত দক্ষিণ অর্জুনতলার জান্নাতুল নঈম (১৫)।
গতকাল বুধবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও নাছরুল্যাহ আল মাহমুদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আজ এ চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৯ জন ক্যানসার আক্রান্ত, ৩ জন কিডনি আক্রান্ত, ৬ জন স্ট্রোক করে প্যারালাইজড এবং ১ জন জন্মগত হৃদ্রোগে আক্রান্ত।
ক্যানসারে আক্রান্ত সাহায্যপ্রাপ্তরা হলেন—পাইখাস্তার মরিয়ম আক্তার (১১), বাবুপুরের আওয়ামী লতিফ (৮২), কেশারপাড়ের জাহানারা আক্তার (৩১), বীরকোটের ফরহাদ আল ফয়সাল (৩৭), উত্তর মোহাম্মাদপুরের আলেয়া ফেরদৌসী (৪৮), দক্ষিণ অর্জুনতলার আমেনা খাতুন (৩৯), বীরনারায়নপুরের পেয়ারা বেগম (৫৩), বিজবাগের কামাল উদ্দিন (৩৮), কেশারপাড়ের হাফেজা বেগম (৫২), চারিদ্রোনের মো. মহসিন (৪২), রাজারামপুরের নুর মো. সোহাগ (৩৮), হাঁটিরপাড়ের রোকেয়া বেগম (৪৬), উত্তর জয়নগরের হাজি নুর নবী (৫৫), রাজারামপুরের ছেরাজল হক (৬৫), নজরপুরের আব্দুল আলী (৫৫), ইটবাড়ীয়ার জালাল আহমেদ (৪১), মানিকপুরের বিবি ফাতেমা (৪০), ছাতারপাইয়ার মাছুমা আক্তার (৪৬), গোরকাটার বিবি কুলছুম (৪২)।
কিডনি রোগে আক্রান্তরা হলেন—বিজবাগের বেলায়েত হোসেন (৫৬), ইয়ারপুরের সাইফুল ইসলাম (৪১), দক্ষিণ অর্জুনতলার আব্দুল মতিন (৭২)।
স্ট্রোক জনিত প্যারালাইজড ব্যক্তিরা হলেন—নাজির নগরের আ. খালেক (৫৩), বীরকোটের মনোয়ারা বেগম (৫৮), হিজলী নুর নবী (৪৫), হিজলীর আবুল বাশার (৬৫), দক্ষিণ গোরকাটার আফিয়া খাতুন (৬০), মানিকপুরের মো. ইয়াছিন (৪৬) ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত দক্ষিণ অর্জুনতলার জান্নাতুল নঈম (১৫)।
গতকাল বুধবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও নাছরুল্যাহ আল মাহমুদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী।
রংপুরের পীরগাছায় ডাকাতদলের এক সদস্যকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা গ্রামে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগেফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা, ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
২৫ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণের মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয়কে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পা
৩৭ মিনিট আগে