Ajker Patrika

তিতাসে ভারতীয় মদসহ আটক ২

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে ভারতীয় মদসহ আটক ২

কুমিল্লার তিতাস উপজেলায় ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে তিতাস থানা-পুলিশ। আজ রোববার বিকেলে তিতাস থানা সড়কের মাথায় গৌরীপুর হোমনা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা একটি ব্যক্তিগত গাড়িও জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন—সিলেট জেলার জৈন্তাপুর থানার ১ নম্বর লক্ষ্মীপুর টিলাবাড়ি গ্রামের হাশেম মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও প্রাইভেটকারচালক একই থানার কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে মনির আহমেদ (২২)।

চালক মনির আহমেদ বলেন, আলী আহাম্মেদ নামের এক যুবক সিলেট শায়েস্তাগঞ্জ থেকে পাঁচ হাজার টাকায় ভাড়া করে দাউদকান্দির গৌরীপুর বাজারে আসবে বলে। কার্টনে কী মাল জানতে চাইলে আলী আহাম্মেদ বলে তেলের কার্টন। কিন্তু এখানে আসার পর পুলিশ দেখে সে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয় যায়।

তিতাস থানার সহকারী উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন ও সহকারী উপপরিদর্শক শাজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করা হয়েছে। তবে আরেকজন দৌড়ে পালিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত