আক্তার হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় পেঁপের বাম্পার ফলন হয়েছে এ বছর। এতে লাভবান হওয়ায় অন্যান্য ফসলের সঙ্গে চাষের এলাকা বাড়িয়েছেন কৃষকেরা। এ বছর উপজেলায় প্রায় ৩০ হেক্টর জায়গায় পেঁপে চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ওমঙ্কার বিশ্বাস জানান, আগের তুলনায় উপজেলায় পেঁপের চাষ ব্যাপক বেড়েছে। এ বছর ৩০ হেক্টর জায়গায় পেঁপের আবাদ করা হয়েছে। এর মধ্যে রেড-লেডি জাতের পেঁপেই বেশি। পেঁপে চাষ অত্যন্ত লাভজনক চাষ। ঠিকমতো পরিচর্যা করতে পারলে কৃষকেরা স্বাবলম্বী হতে পারেন।
উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী–ভৈরফা এলাকার কৃষক মো. আজিজুল এ বছর ১ হেক্টর জমিতে পেঁপেগাছ লাগিয়েছেন। ফলন হয়েছেও আশানুরূপ। ৩টি বাগানের ১ হাজার ৮০০ গাছ থেকে প্রথমবার ৩০ হাজার টাকার পেঁপে বিক্রয় করেন। দ্বিতীয়বার পেঁপে বিক্রয় করেছেন প্রায় ১ লাখ টাকা।
গত মঙ্গলবার ইউনিয়নের নয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, আজিজুলের বাগান থেকে পেঁপে তুলে মিনি ট্রাক লোড করছেন ১০ শ্রমিক। এ সময় ২ মেট্রিক টন পাকা পেঁপে তোলা হয়। শ্রমিকেরা জানান, ফেনীতে ৫০ টাকা পাইকারি দরে পেঁপে বিক্রয় করা হয়েছে। আজিজুল জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এক হাজার ৮০০ পেঁপেগাছ থেকে এ বছর ৮ লাখ টাকারও বেশি পেঁপে বিক্রয় করা যাবে।
ওমঙ্কার বিশ্বাস জানান, চাষের সময় গোড়া পচা, পোকাবাহিত বিভিন্ন রোগ এবং ক্ষতিকারক ভাইরাস থেকে পেঁপেগাছকে মুক্ত রাখতে হবে। পেঁপে চাষের সুবিধা হলো, একবার পেঁপেগাছ লাগালে ৩ বছর ফলন পাওয়া সম্ভব হয়। এ ক্ষেত্রে প্রথম বছরের পর পরবর্তী দুই বছর খেত পরিচর্যার খরচ খুবই কম লাগে।
খাগড়াছড়ির দীঘিনালায় পেঁপের বাম্পার ফলন হয়েছে এ বছর। এতে লাভবান হওয়ায় অন্যান্য ফসলের সঙ্গে চাষের এলাকা বাড়িয়েছেন কৃষকেরা। এ বছর উপজেলায় প্রায় ৩০ হেক্টর জায়গায় পেঁপে চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ওমঙ্কার বিশ্বাস জানান, আগের তুলনায় উপজেলায় পেঁপের চাষ ব্যাপক বেড়েছে। এ বছর ৩০ হেক্টর জায়গায় পেঁপের আবাদ করা হয়েছে। এর মধ্যে রেড-লেডি জাতের পেঁপেই বেশি। পেঁপে চাষ অত্যন্ত লাভজনক চাষ। ঠিকমতো পরিচর্যা করতে পারলে কৃষকেরা স্বাবলম্বী হতে পারেন।
উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী–ভৈরফা এলাকার কৃষক মো. আজিজুল এ বছর ১ হেক্টর জমিতে পেঁপেগাছ লাগিয়েছেন। ফলন হয়েছেও আশানুরূপ। ৩টি বাগানের ১ হাজার ৮০০ গাছ থেকে প্রথমবার ৩০ হাজার টাকার পেঁপে বিক্রয় করেন। দ্বিতীয়বার পেঁপে বিক্রয় করেছেন প্রায় ১ লাখ টাকা।
গত মঙ্গলবার ইউনিয়নের নয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, আজিজুলের বাগান থেকে পেঁপে তুলে মিনি ট্রাক লোড করছেন ১০ শ্রমিক। এ সময় ২ মেট্রিক টন পাকা পেঁপে তোলা হয়। শ্রমিকেরা জানান, ফেনীতে ৫০ টাকা পাইকারি দরে পেঁপে বিক্রয় করা হয়েছে। আজিজুল জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এক হাজার ৮০০ পেঁপেগাছ থেকে এ বছর ৮ লাখ টাকারও বেশি পেঁপে বিক্রয় করা যাবে।
ওমঙ্কার বিশ্বাস জানান, চাষের সময় গোড়া পচা, পোকাবাহিত বিভিন্ন রোগ এবং ক্ষতিকারক ভাইরাস থেকে পেঁপেগাছকে মুক্ত রাখতে হবে। পেঁপে চাষের সুবিধা হলো, একবার পেঁপেগাছ লাগালে ৩ বছর ফলন পাওয়া সম্ভব হয়। এ ক্ষেত্রে প্রথম বছরের পর পরবর্তী দুই বছর খেত পরিচর্যার খরচ খুবই কম লাগে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৩ ঘণ্টা আগে