Ajker Patrika

ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় রেলের গেটম্যান গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০: ৩৯
ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় রেলের গেটম্যান গ্রেপ্তার

ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় রেলওয়ে পুলিশের দায়ের করা মামলায় রেলের গেটম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রামের মিরসরাই বামনসুন্দর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনীতে র‍্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার উত্তর সোনাপুর গ্রামের আনোয়ারুল আজিমের ছেলে। 

র‍্যাব-৭ জানায়, গত ৫ এপ্রিল সকালে ডিউটি রোস্টার অনুযায়ী ফেনী জেলার ফাজিলপুর-মুহুরীগঞ্জ সেকশনে রেলওয়ের ই-৩২ (এ) গেটে কর্তব্যরত ছিলেন মো. সাইফুল ইসলাম। আনুমানিক সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ফেনীর ফাজিলপুর-মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে গেটম্যান সাইফুল ইসলামের কর্তব্যে অবহেলাজনিত কারণে একটি বালুবাহী ট্রাক রেলগেট খোলা পেয়ে রেলক্রসিং পারাপারের চেষ্টা করে। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি ধাক্কা দিয়ে ট্রাকটিকে রেলক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার সামনে দুরে ফেলে দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনসহ মোট ৬ জন নিহত হন। 

এ দুর্ঘটনায় গত ৫ এপ্রিল রাতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে লাকসাম রেলওয়ে থানায় দুজনকে জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। 

র‍্যাব জানায়, র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বামনসুন্দর এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল গতকাল রোববার বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে আসামি মো. সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ফেনীতে দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আজকের পত্রিকাফেনীতে র‍্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত গেটম্যান সাইফুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) রিটন চাকমা বলেন, ‘গেটম্যানদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। তার মধ্যে আমি বাদী হয়ে একটি মামলা করেছি। এ ছাড়া অভিযুক্ত দুজনের বিরুদ্ধে দাপ্তরিক তদন্ত চলছে। দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত