Ajker Patrika

সুবর্ণচরে জলদস্যুদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: 
সুবর্ণচরে জলদস্যুদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

নোয়াখালীর মেঘনায় স্বর্ণদ্বীপ-সন্দ্বীপ চ্যানেলে তিন জেলেকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে উপকূলের বাসিন্দারা। আজ রোববার সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বার থানার প্রধান ফটক ঘেরাও করে এ মানববন্ধন করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও ইউএনও মোহাম্মদ আল আমিন সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী জলদস্যুদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

এর আগে গত বুধবার মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দ্বীপ অংশে মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝির মাছ শিকারের খেপ দখলের চেষ্টা করে জলদস্যু কেফায়েত বাহিনী। খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যায় জেলেরা।

একপর্যায়ে জলদস্যু কেফায়েত বাহিনীর সদস্য আলতাফ, নুরউদ্দিন ও জুয়েল জেলেদের দুটি মাছ ধরার ট্রলারে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে আটজনকে গুরুতর করে। এ সময় জলদস্যুরা মালামালসহ পাঁচ জেলেকে অপহরণ করে।

পরে অপহৃত জেলে মো. রাজু ও আবদুর রহমানকে মৃত অবস্থায় সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়। বাকিদের ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গতকাল শনিবার আহত জেলে মো. ইসমাইল হোসেনকে (৪০) চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেলে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত