সম্প্রতি মেঘনা নদীতে হয়ে গেল ‘লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে আসা ১২৮ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সুইম টু স্টপ রিভার পলুশন’। আর এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
সাঁতার শুরু হয় সকাল ৮টা ২ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। ১৫ থেকে ২৫ বছর, ২৬ থেকে ৩৫, ৩৬ বছরের বেশি বয়স এবং নারী—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাঁতার শেষে বিজয়ীদের হাতে মেডেল এবং পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও আয়োজন কমিউনিটির সদস্যরা।
আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। এর সিংহ ভাগ শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘান থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম। এ আয়োজনে সহযোগিতা করেছেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪–এর টাইটেল স্পন্সর ছিল লং সিং এবং কো-স্পন্সর হিসেবে ছিল নির্মাণ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আফসেন্ট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড, নিউট্রেশন পার্টনার শক্তি+, গুড ফুড পার্টনার নিউট্রি+, ভলান্টিয়ার সাপোর্ট দুই চাকায় বাংলাদেশ, লোকাল সাপোর্ট চালি ভাঙ্গা ছাত্রকল্যাণ পরিষদ, কমিউনিকেশন পার্টনার লিবাঞ্জা এবং মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
সম্প্রতি মেঘনা নদীতে হয়ে গেল ‘লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪’ নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্স আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে আসা ১২৮ জন সাঁতারু অংশ নিয়েছিলেন। এ প্রতিযোগিতার স্লোগান ছিল ‘সুইম টু স্টপ রিভার পলুশন’। আর এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল শিশুদের সাঁতার শেখায় আগ্রহী করে তোলা।
সাঁতার শুরু হয় সকাল ৮টা ২ মিনিটে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার ঘাট থেকে। আর ফিনিশিং পয়ন্টে ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন ৫৪ জন সাঁতারু। ১৫ থেকে ২৫ বছর, ২৬ থেকে ৩৫, ৩৬ বছরের বেশি বয়স এবং নারী—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাঁতার শেষে বিজয়ীদের হাতে মেডেল এবং পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও আয়োজন কমিউনিটির সদস্যরা।
আয়োজক প্রতিষ্ঠান ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিটে একজন করে মানুষ মারা যায় পানিতে ডুবে। এর সিংহ ভাগ শিশু। এই সাঁতার প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা।
সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি নৌকা, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘান থানা পুলিশ। সাঁতারুদের জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম। এ আয়োজনে সহযোগিতা করেছেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
লং সিং মেঘনা ৫ কিলোমিটার সাঁতার-২০২৪–এর টাইটেল স্পন্সর ছিল লং সিং এবং কো-স্পন্সর হিসেবে ছিল নির্মাণ। হাইড্রেশন পার্টনার হিসেবে ছিল ভোল্টেজ ইলেকট্রোলাইট ড্রিংকস, প্রোডাকশন পার্টনার আফসেন্ট বাংলাদেশ, আইটি সলিউশন পার্টনার এক্সপ্রেস সলিউশন লিমিটেড, নিউট্রেশন পার্টনার শক্তি+, গুড ফুড পার্টনার নিউট্রি+, ভলান্টিয়ার সাপোর্ট দুই চাকায় বাংলাদেশ, লোকাল সাপোর্ট চালি ভাঙ্গা ছাত্রকল্যাণ পরিষদ, কমিউনিকেশন পার্টনার লিবাঞ্জা এবং মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে