Ajker Patrika

আগামী শুক্রবার এলাকায় আসবেন সোহেল সিকদার, উচ্ছ্বাসিত কর্মী-সমর্থকেরা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৫ জুন ২০২২, ১৪: ০২
আগামী শুক্রবার এলাকায় আসবেন সোহেল সিকদার, উচ্ছ্বাসিত কর্মী-সমর্থকেরা

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার দীর্ঘ ২৮ মাস পর এলাকায় আসবেন। তাঁর আগমনী বার্তা পেয়ে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আমেজ বইছে। এরই মধ্যে সোহেল সিকদারের আগমনের বার্তা তাঁর কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারও করেছেন।

তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম শান্তি বলেন, ‘সোহেল সিকদার একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তিনি ২০১৯ সালে নৌকা প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা সারা দেশবাসী অবগত আছেন। তিতাস উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে সোহেল সিকদারকে তিতাস উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা যুগোপযোগী সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি।’

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন বলেন, দীর্ঘ সাত বছর পর আগামী শুক্রবার তিতাস উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যোগদান করতে ২৮ মাস পর তিতাসে আসছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার।

দপ্তর সম্পাদক আরও বলেন, ‘বিষয়টি শুনে আমরা আনন্দিত। তবে তিতাস উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে সোহেল সিকদারের কোনো বিকল্প নেই।’

শাহিনুল ইসলাম সোহেল সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আপনারা অবগত আছেন যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি ২০১৯ সালে নৌকা প্রতীক নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। এ বিষয়ে আর কিছু না বলি। আমি দীর্ঘ সাত বছর পর আগামী শুক্রবার তিতাস উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় যোগদানের লক্ষ্যে আমি এলাকায় আসব এবং আমি সাধারণ সম্পাদক প্রার্থী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত