সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৩ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালটিতে পানিসংকটের কারণে শৌচাগারসহ পুরো পরিবেশ নোংরা ও দুর্গন্ধময় হয়ে উঠেছে। এ কারণে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।
হাসপাতালটিতে নিজস্ব একটি নলকূপ থাকলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। এতে একদিকে যেমন ভর্তি রোগী; চিকিৎসক ও নার্সদের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটায় চরম বেকায়দায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, কোনো কিছু না জানিয়েই গত ২০ মার্চ থেকে হাসপাতালটিতে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। কিন্তু কী কারণে বন্ধ রয়েছে, সে বিষয়টি জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়াসার পানি সরবরাহ সচল করতে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার চেষ্টা করলেও কোনো সুরাহা মেলেনি। এতে বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের ভেতরে থাকা অগভীর নলকূপের পানি দিয়ে জরুরি কাজ সারছেন। তবে তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত হওয়ায় একদিকে যেমন তাঁরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে পানির অভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটায় হাসপাতালের যত্রতত্র অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, পানি-সংকটের আগে হাসপাতালটিতে শতাধিক ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগী ভর্তি হতো। এর মধ্যে প্রতিদিন গড়ে ২০-২৫ জন ভর্তি হতো ডায়রিয়ায় আক্রান্ত রোগী। কিন্তু পানি-সংকটের কারণে তা ১০-১২ জনে নেমে এসেছে। যারা ভর্তি হচ্ছে, তারাও পানি-সংকটের কারণে এ হাসপাতাল ছেড়ে বাধ্য হচ্ছেন অন্য হাসপাতালে গিয়ে ভর্তি হতে।
বিআইটিআইডি হাসপাতালের পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। এতে পানি-সংকটে রোগীদের পাশাপাশি চিকিৎসক, নার্সসহ পুরো হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছে। পানি সরবরাহ সচলে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরও কোনো সুফল মেলেনি।’
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী (মড-১) ইফতেখার উল্লাহ মামুন বলেন, ‘কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে চাহিদা অনুযায়ী পানি তোলা সম্ভব হচ্ছে না। ফলে সব জায়গায় চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। ভারী বৃষ্টিপাতের আগে সংকটের পুরোপুরি নিরসন হবে না।’
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৩ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালটিতে পানিসংকটের কারণে শৌচাগারসহ পুরো পরিবেশ নোংরা ও দুর্গন্ধময় হয়ে উঠেছে। এ কারণে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।
হাসপাতালটিতে নিজস্ব একটি নলকূপ থাকলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। এতে একদিকে যেমন ভর্তি রোগী; চিকিৎসক ও নার্সদের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিঘ্ন ঘটায় চরম বেকায়দায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, কোনো কিছু না জানিয়েই গত ২০ মার্চ থেকে হাসপাতালটিতে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। কিন্তু কী কারণে বন্ধ রয়েছে, সে বিষয়টি জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়াসার পানি সরবরাহ সচল করতে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার চেষ্টা করলেও কোনো সুরাহা মেলেনি। এতে বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের ভেতরে থাকা অগভীর নলকূপের পানি দিয়ে জরুরি কাজ সারছেন। তবে তা চাহিদার তুলনায় অপর্যাপ্ত হওয়ায় একদিকে যেমন তাঁরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে পানির অভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটায় হাসপাতালের যত্রতত্র অপরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, পানি-সংকটের আগে হাসপাতালটিতে শতাধিক ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগী ভর্তি হতো। এর মধ্যে প্রতিদিন গড়ে ২০-২৫ জন ভর্তি হতো ডায়রিয়ায় আক্রান্ত রোগী। কিন্তু পানি-সংকটের কারণে তা ১০-১২ জনে নেমে এসেছে। যারা ভর্তি হচ্ছে, তারাও পানি-সংকটের কারণে এ হাসপাতাল ছেড়ে বাধ্য হচ্ছেন অন্য হাসপাতালে গিয়ে ভর্তি হতে।
বিআইটিআইডি হাসপাতালের পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা। এতে পানি-সংকটে রোগীদের পাশাপাশি চিকিৎসক, নার্সসহ পুরো হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছে। পানি সরবরাহ সচলে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরও কোনো সুফল মেলেনি।’
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী (মড-১) ইফতেখার উল্লাহ মামুন বলেন, ‘কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে চাহিদা অনুযায়ী পানি তোলা সম্ভব হচ্ছে না। ফলে সব জায়গায় চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। ভারী বৃষ্টিপাতের আগে সংকটের পুরোপুরি নিরসন হবে না।’
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
২ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে