দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় যুবলীগ কর্মীর হামলায় আহত যুবদল নেতা মারা গেছেন। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের খলিল ভূঞা বাড়ির আবু বকর ছিদ্দিকের ছেলে। গত রোববার সকালে নিহতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, ‘আমার বাবা ২৩ ফেব্রুয়ারি সকালে আমাদের বাড়ির (খলিল ভূঞা বাড়ি) সামনের রাস্তায় দাঁড়ানো ছিলেন। তখন প্রতাপপুর গ্রামের মোমিন ব্যাপারী বাড়ির যুবলীগ কর্মী শামসুদ্দিন (২২), তার বাবা শাহ আলমসহ কয়েকজন এসে আমার বাবাকে এলোপাতাড়ি মারধর করে এবং জমিতে ফেলে দেয়।’
পরে এলাকার লোকজন তাঁকে অজ্ঞান অবস্থায় দেখে পরিবারে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে তাঁকে ২৪ ফেব্রুয়ারি সেখান থেকে রিলিজ নিয়ে দাগনভূঞার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই প্রাইভেট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘নিহত বেলাল হোসেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপির ত্যাগী কর্মী। তাঁকে যারা মারধর করেছে, সেই শামসুদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
দাগনভূঞা পপুলার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন মাহাদী জানান, ‘নিহত ব্যক্তিকে যে মারধর করা হয়েছে, তা গোপন রেখেই ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। পরে আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তার পেটে গ্যাসের সমস্যা ও ফুসফুসে ইনফেকশন আছে। আমি তার মুখে খাবার বন্ধ করে নল দিয়ে খাবার দিয়ে থাকি। বিকেলে রোগীর মেয়ে আমাকে জানায়, তার বাবাকে মারধর করা হয়েছে। সে জন্য তার পুরো শরীরে ব্যথা। পরে আমি তাকে হালকা ব্যথার ওষুধ দেই।’
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা হাসপাতালে এসে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তের রিপোর্টের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেনীর দাগনভূঞায় যুবলীগ কর্মীর হামলায় আহত যুবদল নেতা মারা গেছেন। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (৫০)। তিনি উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের খলিল ভূঞা বাড়ির আবু বকর ছিদ্দিকের ছেলে। গত রোববার সকালে নিহতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের মেয়ে সুমাইয়া আক্তার জানান, ‘আমার বাবা ২৩ ফেব্রুয়ারি সকালে আমাদের বাড়ির (খলিল ভূঞা বাড়ি) সামনের রাস্তায় দাঁড়ানো ছিলেন। তখন প্রতাপপুর গ্রামের মোমিন ব্যাপারী বাড়ির যুবলীগ কর্মী শামসুদ্দিন (২২), তার বাবা শাহ আলমসহ কয়েকজন এসে আমার বাবাকে এলোপাতাড়ি মারধর করে এবং জমিতে ফেলে দেয়।’
পরে এলাকার লোকজন তাঁকে অজ্ঞান অবস্থায় দেখে পরিবারে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে তাঁকে ২৪ ফেব্রুয়ারি সেখান থেকে রিলিজ নিয়ে দাগনভূঞার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই প্রাইভেট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘নিহত বেলাল হোসেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপির ত্যাগী কর্মী। তাঁকে যারা মারধর করেছে, সেই শামসুদ্দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
দাগনভূঞা পপুলার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন মাহাদী জানান, ‘নিহত ব্যক্তিকে যে মারধর করা হয়েছে, তা গোপন রেখেই ওই রোগী হাসপাতালে ভর্তি হয়। পরে আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তার পেটে গ্যাসের সমস্যা ও ফুসফুসে ইনফেকশন আছে। আমি তার মুখে খাবার বন্ধ করে নল দিয়ে খাবার দিয়ে থাকি। বিকেলে রোগীর মেয়ে আমাকে জানায়, তার বাবাকে মারধর করা হয়েছে। সে জন্য তার পুরো শরীরে ব্যথা। পরে আমি তাকে হালকা ব্যথার ওষুধ দেই।’
দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা হাসপাতালে এসে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। ময়নাতদন্তের রিপোর্টের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এবার ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২১ মেগ
১১ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
১ ঘণ্টা আগেচাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য জানান।
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
২ ঘণ্টা আগে