Ajker Patrika

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে আশপাশ এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লেও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টায় চকবাজার থানাধীন এলাকায় মেরিডিয়ান গ্রুপের নির্মাণাধীন ভবনটির ৯ তলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। 

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেস্থানীয়রা জানান, ভবনটিতে আগুন লাগার পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভবনটির আশপাশে থাকা লোকজনেরা ছুটোছুটি করতে থাকে। দূর থেকে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছিল। ধোঁয়া আচ্ছন্ন হওয়ায় পার্শ্ববর্তী বাওয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনটির ৯ তলায় রাখা নির্মাণ সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন নির্বাপণ কাজ শেষ হলে এটা পরে জানা যাবে। আমরা এখনো কাজ করছি।’ 

এই কর্মকর্তা আরও বলেন, ‘নির্মাণাধীন ভবন হওয়ায় সেখানে লোকজন ছিল না। এতে কোনো হতাহত নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত