কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।
চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।
পুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা সরাতে সাত বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু করে সরকার। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার বাকি আর মাত্র দুই মাস, অথচ এখনো সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শেষ হয়নি।
৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হল ও মাস্টারদা সূর্য সেন হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে রয়েছে ছাত্রদল। চাকসু নির্বাচনে অতীশ দীপঙ্কর হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট। এই হলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী...
২৪ মিনিট আগেআদালত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ উপেক্ষা করে বরগুনা পৌরসভায় যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চালকদের অভিযোগ, নির্ধারিত হারে চাঁদা না দিলে হুমকি, মারধর, এমনকি গাড়িও আটকে রাখা হয়।
৩৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার মায়ামারি গ্রামের বাসিন্দা শাহজাহান সাজু। তিনি পাঁচটি দলিলের নকল তুলতে এসেছিলেন নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিসে। দলিল নকলের জন্য তিনি শরণাপন্ন হন সেখানকার নকলনবিশ রাশেদুল হকের (রাসেল)। শাহজাহানের পাঁচটি দলিলের নকলের জন্য ১০ হাজার টাকা দাবি করেন রাশেদুল।
৪২ মিনিট আগে