কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।
চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
১ মিনিট আগেশেখ হাসিনার পতনের আগের দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে তাঁকে রক্ষার নানা কৌশল গ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তারা। বিশেষ করে ৫ আগস্ট সকালে শেখ হাসিনার পক্ষে মানববন্ধনের সিদ্ধান্তও হয়।
৮ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
২৯ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
৩২ মিনিট আগে