Ajker Patrika

চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের সদস্য আটক, ৭ রোহিঙ্গা উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের সদস্য আটক, ৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ছয় তরুণীসহ সাত রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মানবপাচার চক্রের সদস্য ইদ্রিস নামের একজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক খায়রুল ইসলাম সরকার। 

আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের ছেলে। 

এ সময় তিনি বলেন, ‘বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। গোপন সূত্রে এমন তথ্য পেয়ে আজ ভোরে টেকনাফ-কক্সবাজার সড়কে তল্লাশি চালানো হয়। এ সময় ইদ্রিসকে আটক ও সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় একটি মাহিন্দ্রা ট্যাক্সি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামের আরও দুজনের নাম জানিয়েছেন ইদ্রিস। তাঁরা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করার পাশাপাশি এ চক্রে কারা কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

পাচারকালে উদ্ধার হওয়া ছয় তরুণীসহ সাত রোহিঙ্গা।উদ্ধার হওয়া রোহিঙ্গা তরুণীদের বরাত দিয়ে র‍্যাবের এ অধিনায়ক খায়রুল ইসলাম বলেন, ‘উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে তাদের নিয়ে যাচ্ছিলেন ইদ্রিস। তাদের কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় পৌঁছে দিয়ে সেখানে অপেক্ষা করানোর কথা ছিল। সেখান থেকে অন্যরা ভিন্ন গাড়িতে করে তাদের কুমিল্লা সীমান্ত এলাকায় পৌঁছে দেওয়ার কথা। সে অনুযায়ী তারা লিংকরোডের কাছাকাছি চলেও এসেছিলেন। এর আধা কিলোমিটার আগে র‍্যাব-১৫ এর চেকপোস্টে তাদের নামিয়ে ইদ্রিসকে আটক করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত