Ajker Patrika

কুমিল্লায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের দুই জনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার বাঁশকাইট পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়া গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা আক্তার (১২), সামিয়া আক্তার (৬) ও একই গ্রামের কাউসার মিয়ার মেয়ে সাদিয়া (৭)। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই তিন শিশু বিদ্যালয় থেকে ফিরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশুদের লাশ তাদের নিজ বাড়িতে রয়েছে।’ 

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ (বুধবার) দুপুরে বাড়ির পাশের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় দুই বোন আমেনা, সামিয়া এবং একই গ্রামের সাদিয়া। গোসল শেষে দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর ঘাটের পাশে তাদের জুতা ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে তিন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত