Ajker Patrika

উন্নয়নের স্বার্থে জনগণ আমাকে ভোট দেবে: খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৭: ০৭
উন্নয়নের স্বার্থে জনগণ আমাকে ভোট দেবে: খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘আমি মনে করি সর্বস্তরের মানুষ আমাকে সমর্থন করছে। এখানে দলীয় কোনো ব্যাপার নেই। উন্নয়নের স্বার্থে ব্যক্তিগতভাবে জনগণ আমাকে ভোট দেবে। বরিশালবাসী যে উন্নয়নবঞ্চিত ছিল, তা কাটিয়ে উঠবে।’

আজ শুক্রবার জুমার নামাজের পর নগরের বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রচারণায় এগিয়ে আছেন জানিয়ে নৌকার মেয়র পদপ্রার্থী খোকন বলেন, ‘জয়যুক্ত হলে সব সেক্টরে তিনি উন্নয়ন করবেন। বস্তিবাসীর উন্নয়ন আমাদের অঙ্গীকার। তাঁরা যে মানবেতর জীবন যাপন করছেন, এর পরিবর্তন আনা হবে।’

এর আগে নগরের চৌমাথায় মারকাজ মসজিদে জুমার নামাজে মেয়র পদপ্রার্থী খোকন সেরনিয়াবাত মুসল্লিদের কাছে দোয়া চান। তিনি বলেন, জনগণ যে দায়িত্ব দেবে তা পালন করব। বরিশালবাসীর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আসছে বলে তিনি মনে করেন।

এ সময় তাঁর সঙ্গে নৌকার নির্বাচনী প্রধান এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করিম, ছাত্রলীগ নেতা মঈন তুষার উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত