পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে চেক ডিজঅনারের মামলায় এ কে এম ফরিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিত এ কে এম ফরিদ মোল্লা পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ আ স ম ফিরোজের ছোট ভাই। বহুল আলোচিত এই মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে আজ রায় ঘোষণা করা হয়, যা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী এ টি এম মোকাম্মেল হোসেনের সঙ্গে ফরিদ মোল্লার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ফরিদ মোল্লা বিভিন্ন সময়ে মোকাম্মেল হোসেনের কাছ থেকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ না করে, বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী ভাইয়ের অবস্থান দেখিয়ে অর্থ ফেরত দিতে গড়িমসি করেন।
পরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ মোল্লা তাঁর প্রতিষ্ঠান মেসার্স মনিরা এন্টারপ্রাইজের ব্যাংক হিসাব থেকে মোকাম্মেল হোসেনকে ১ কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু পরদিন রূপালী ব্যাংকের নিউ টাউন করপোরেট শাখায় চেকটি জমা দিলে সেটি ডিজঅনার হয়।
এরপর ২০২০ সালের ৯ জানুয়ারি বাদী আইনজীবীর মাধ্যমে ফরিদ মোল্লাকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু আসামি ওই দাবির স্বীকৃতি না দিয়ে তা অস্বীকার করেন। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে মোকাম্মেল হোসেন আদালতের শরণাপন্ন হন।
বাদীপক্ষের অভিযোগ, আসামির ভাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় মামলাটি প্রভাবিত করার একাধিক প্রচেষ্টা হয়েছিল। তবে আদালত সব দিক বিবেচনায় মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন বলে মনে করছেন বাদীপক্ষ।
রায়ে সন্তুষ্ট বাদী এ টি এম মোকাম্মেল হোসেন বলেন, ‘আমি সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। অনেক চাপের মধ্যে ছিলাম, তবে আজ ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি আমি কৃতজ্ঞ।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই মামলাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটা আইনের জন্য একটি বড় বিজয়।’
বাদীপক্ষের আইনজীবী আল-আমীন সুজন বলেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। যেকোনো ক্ষমতার ঊর্ধ্বে আইনের বিচার প্রক্রিয়া চলতে পারে, সেটিই আজ আদালত দেখিয়ে দিয়েছেন।’
পটুয়াখালীতে চেক ডিজঅনারের মামলায় এ কে এম ফরিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১ কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিত এ কে এম ফরিদ মোল্লা পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ আ স ম ফিরোজের ছোট ভাই। বহুল আলোচিত এই মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে আজ রায় ঘোষণা করা হয়, যা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী এ টি এম মোকাম্মেল হোসেনের সঙ্গে ফরিদ মোল্লার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ফরিদ মোল্লা বিভিন্ন সময়ে মোকাম্মেল হোসেনের কাছ থেকে মোট ১ কোটি ৮০ লাখ টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ না করে, বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন দলের প্রভাবশালী ভাইয়ের অবস্থান দেখিয়ে অর্থ ফেরত দিতে গড়িমসি করেন।
পরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ মোল্লা তাঁর প্রতিষ্ঠান মেসার্স মনিরা এন্টারপ্রাইজের ব্যাংক হিসাব থেকে মোকাম্মেল হোসেনকে ১ কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু পরদিন রূপালী ব্যাংকের নিউ টাউন করপোরেট শাখায় চেকটি জমা দিলে সেটি ডিজঅনার হয়।
এরপর ২০২০ সালের ৯ জানুয়ারি বাদী আইনজীবীর মাধ্যমে ফরিদ মোল্লাকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু আসামি ওই দাবির স্বীকৃতি না দিয়ে তা অস্বীকার করেন। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে মোকাম্মেল হোসেন আদালতের শরণাপন্ন হন।
বাদীপক্ষের অভিযোগ, আসামির ভাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় মামলাটি প্রভাবিত করার একাধিক প্রচেষ্টা হয়েছিল। তবে আদালত সব দিক বিবেচনায় মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন বলে মনে করছেন বাদীপক্ষ।
রায়ে সন্তুষ্ট বাদী এ টি এম মোকাম্মেল হোসেন বলেন, ‘আমি সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। অনেক চাপের মধ্যে ছিলাম, তবে আজ ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি আমি কৃতজ্ঞ।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই মামলাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটা আইনের জন্য একটি বড় বিজয়।’
বাদীপক্ষের আইনজীবী আল-আমীন সুজন বলেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। যেকোনো ক্ষমতার ঊর্ধ্বে আইনের বিচার প্রক্রিয়া চলতে পারে, সেটিই আজ আদালত দেখিয়ে দিয়েছেন।’
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সর্বশেষ বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ‘একক বাস কোম্পানি’ হিসেবে নগর পরিবহন চালু করেছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কিন্তু এই সেবাও সড়কে দীর্ঘস্থায়ী হচ্ছে না। এক রুট চালু হচ্ছে তো,
২ ঘণ্টা আগেসাতক্ষীরায় বাগদা চিংড়ির ঘেরে মড়ক লেগেছে। এতে দিশেহারা চাষিরা। বছরের শুরুতে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মরার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি, ঘেরে পানি কমে যাওয়ায় দাবদাহে মরে যাচ্ছে মাছ।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পদে পদে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি, নাম সংশোধনসহ ভূমি-সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে পকেট কাটা হচ্ছে সেবাপ্রার্থীদের। এই ঘুষ-বাণিজ্যের হোতা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, সায়রাত সহকারী আব্দুল
৩ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। দেয়াঙ পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী—দুই উপজেলার গ্রামবাসী। ৭ বছর ধরে বন্য হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। তবে গতকাল রোববার ভোরে হাতিগুলো নিজেরাই বাঁশখালীর বনে ফিরে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
৩ ঘণ্টা আগে