Ajker Patrika

স্কুল শিক্ষিকাকে মারধর, স্বামী কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
স্কুল শিক্ষিকাকে মারধর, স্বামী কারাগারে

পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষিকা স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামী নৃপেন রায় (৪০) নামের এক সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে থানা-পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জানা গেছে, আটককৃত স্বামী নৃপেন রায় জেলার সদর উপজেলার দুর্গাপুর গ্রামের নিত্য রঞ্জন রায়ের ছেলে ও পিরোজপুরের গণপূর্ত বিভাগের কর্মচারী। আর স্ত্রী স্বপ্না রানী মণ্ডল নাজিরপুরের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ওই দম্পতি উপজেলার বুইচাকাঠী টেম্পোস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে ভাড়ায় থাকেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী নৃপেন তাঁকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য মারধর করতেন। গত কয়েক দিন আগে তাঁর পদোন্নতির কথা বলে ৮ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রীর ব্যাংকে থাকা ৪ লাখ টাকা তাকে মারধর করে নিয়ে যায়। এরপর আরও টাকা দাবি করেন। সেই টাকা না দিলে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেন তার স্বামী। এতে গুরুতর আহত হয়ে স্বপ্না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনায় নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, স্ত্রীকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত