বেতাগী (বরগুনা) প্রতিনিধি
ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরগুনার বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুল মন্নান হাওলাদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে গত মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বেতাগী পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু বাদী হয়ে মামলাটি করেন। তবে গতকাল শুক্রবার অভিযোগটি গ্রহণ করে পুলিশ।
অভিযোগ আমলে নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটি তদন্তের নির্দেশ দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক। মামলায় একমাত্র আসামি করা হয়েছে আব্দুল মন্নান হাওলাদারকে। তিনি বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
আজ শনিবার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু মামলার বিষয়টি সাংবাদিকদের জানান।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে প্যানেল মেয়র কামাল হোসেন পল্টুকে উদ্দেশ করে একটি স্ট্যাটাস দেন কাউন্সিলর আব্দুল মন্নান। সেখানে মন্নান লেখেন, ‘সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বেতাগী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের নামে প্রতিবন্ধী ধর্ষণের মামলাটির অগ্রগতি কী হলো এবং কি অবস্থায় আছে এলাকাবাসীসহ সকল স্তরের জনসাধারণ জানতে চায়?’
কাউন্সিলর মন্নানের এমন স্ট্যাটাস প্যানেল মেয়র পল্টুর সমর্থক, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা দেখতে পেয়ে তাঁকে জানান। পরে ১৬ জুলাই তিনি বেতাগী থানায় মামলা করতে যান। কিন্তু থানা তাঁকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়।
মামলার বাদী প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু বলেন, ‘কাউন্সিলর আব্দুল মন্নান ফেসবুকে তাঁর স্ট্যাটাসে যে ধর্ষণ মামলার কথা উল্লেখ করেছে, আমি ওই মামলার সঙ্গে জড়িত নই। সে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ফেসবুকে মিথ্যা কুরুচিপূর্ণ মানহানিমূলক স্ট্যাটাস দিয়েছে। তার এসব স্ট্যাটাসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার অনুসারীরা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।’
মামলার বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির উল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার মামলাটি রিসিভ করেছি। মামলাটি তদন্ত করে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কাউন্সিলর আব্দুল মন্নান হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না। পল্টু কমিশনারের ওয়ার্ডে একটি জমি কেনাবেচা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সমাধান করতে গেলে পল্টু প্রতিপক্ষকে দিয়ে থানায় আমার নামে একটি অভিযোগ দেওয়ায়। এর পরিপ্রেক্ষিতে আমি তাকে নিয়ে ওই স্ট্যাটাসটি দিই। সে বেতাগীর এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল। অনেক টাকাপয়সা খরচ করে প্রভাবশালীদের তদবিরে মামলা থেকে নিজের নাম বাদ দিয়েছে।’
ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরগুনার বেতাগী পৌরসভার কাউন্সিলর আব্দুল মন্নান হাওলাদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে গত মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বেতাগী পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু বাদী হয়ে মামলাটি করেন। তবে গতকাল শুক্রবার অভিযোগটি গ্রহণ করে পুলিশ।
অভিযোগ আমলে নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটি তদন্তের নির্দেশ দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক। মামলায় একমাত্র আসামি করা হয়েছে আব্দুল মন্নান হাওলাদারকে। তিনি বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
আজ শনিবার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু মামলার বিষয়টি সাংবাদিকদের জানান।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে প্যানেল মেয়র কামাল হোসেন পল্টুকে উদ্দেশ করে একটি স্ট্যাটাস দেন কাউন্সিলর আব্দুল মন্নান। সেখানে মন্নান লেখেন, ‘সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, বেতাগী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের নামে প্রতিবন্ধী ধর্ষণের মামলাটির অগ্রগতি কী হলো এবং কি অবস্থায় আছে এলাকাবাসীসহ সকল স্তরের জনসাধারণ জানতে চায়?’
কাউন্সিলর মন্নানের এমন স্ট্যাটাস প্যানেল মেয়র পল্টুর সমর্থক, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা দেখতে পেয়ে তাঁকে জানান। পরে ১৬ জুলাই তিনি বেতাগী থানায় মামলা করতে যান। কিন্তু থানা তাঁকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়।
মামলার বাদী প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু বলেন, ‘কাউন্সিলর আব্দুল মন্নান ফেসবুকে তাঁর স্ট্যাটাসে যে ধর্ষণ মামলার কথা উল্লেখ করেছে, আমি ওই মামলার সঙ্গে জড়িত নই। সে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ফেসবুকে মিথ্যা কুরুচিপূর্ণ মানহানিমূলক স্ট্যাটাস দিয়েছে। তার এসব স্ট্যাটাসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার অনুসারীরা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।’
মামলার বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির উল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার মামলাটি রিসিভ করেছি। মামলাটি তদন্ত করে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কাউন্সিলর আব্দুল মন্নান হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না। পল্টু কমিশনারের ওয়ার্ডে একটি জমি কেনাবেচা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সমাধান করতে গেলে পল্টু প্রতিপক্ষকে দিয়ে থানায় আমার নামে একটি অভিযোগ দেওয়ায়। এর পরিপ্রেক্ষিতে আমি তাকে নিয়ে ওই স্ট্যাটাসটি দিই। সে বেতাগীর এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল। অনেক টাকাপয়সা খরচ করে প্রভাবশালীদের তদবিরে মামলা থেকে নিজের নাম বাদ দিয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৬ ঘণ্টা আগে