Ajker Patrika

কলেজ তহবিলের টাকায় ‘শিক্ষা সফর’, শিক্ষার্থী নেই একজনও

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০: ৪১
কলেজ তহবিলের টাকায় ‘শিক্ষা সফর’, শিক্ষার্থী নেই একজনও

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ডিগ্রি কলেজ দুদিন বন্ধ রেখে কলেজের টাকায় সিলেট ভ্রমণে গেছেন শিক্ষকেরা। অধ্যক্ষের নেতৃত্বে ৫৬ জন শিক্ষকের এই আনন্দভ্রমণে কোনো শিক্ষার্থীকে নেওয়া হয়নি। শিক্ষার্থীদের বাদ দিয়ে তাঁদের টাকায় শিক্ষকদের এমন সফর নিয়ে এলাকায় চলছে ব্যাপক সমালোচনা।

কলেজের শিক্ষার্থীরা জানান, গত সোমবার দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মো. নেছার উদ্দিন ওরফে জামাল সিকদারের নেতৃত্বে শিক্ষকেরা কলেজ থেকে বের হন। এরপর যে যার মতো পরিবার নিয়ে বরিশাল পৌঁছান। সেখান থেকে গতকাল মঙ্গলবার ভোরে বাসে করে ৫৬ সদস্যদের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হন।

একজন শিক্ষক বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির জন্য পাঁচ দিন তাঁদের ওই এলাকায় অবস্থান করার কথা রয়েছে। তাঁদের সঙ্গে কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার অংশগ্রহণ করলেও পরিচালনা কমিটির অন্য কোনো সদস্য অংশ গ্রহণ করেননি। আজ বুধবারও কলেজ বন্ধ ছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, জনপ্রতি প্রত্যেক শিক্ষককে সাত হাজার টাকা ধরা হয়েছে। এর মধ্যে চার হাজার টাকা কলেজের তহবিল থেকে ব্যয়ভার বহন করা হবে। 

কয়েক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টাকায় স্যাররা আনন্দ ভ্রমণে গেছেন। যেহেতু কলেজ বন্ধ দিয়ে গেছেন, আমাদেরও নিতে পারতেন। আমরাও টাকা দিয়ে যেতাম।’

একজন অভিভাবক বলেন, কলেজের তহবিল মানেই শিক্ষার্থীদের টাকা। সেই টাকায় শিক্ষার্থী ছাড়া কলেজ বন্ধ দিয়ে শিক্ষকেরা তাঁদের পরিবার নিয়ে আনন্দ ভ্রমণে যান। এটা খুবই দুঃখজনক। সরকারি কোনো কর্মকর্তা কলেজ পরিচালনা কমিটির সভাপতি থাকলে অধ্যক্ষ এমন কাজটি করতে পারতেন না। 

আনন্দ ভ্রমণের বিষয়ে অধ্যক্ষ মো. নেছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা শিক্ষাসফর।’

শিক্ষার্থী ছাড়া শিক্ষাসফর হয় কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই সফর করা হয়েছে। শিক্ষার্থীদের বলা হলেও তাঁরা আসেনি। 

কলেজ পরিচালনা কমিটির সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে বলেছে শিক্ষাসফর।’

শিক্ষার্থী ছাড়া শিক্ষাসফর হয় কি না- এমন প্রশ্নের জবাব না দিয়ে দেখতে আছি বলে তিনি ফোন কেটে দেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরে যাওয়ার সুযোগ আছে। শিক্ষকেরা আনন্দ ভ্রমণে গেছেন কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। শিক্ষকেরা নিয়মের ব্যত্যয় ঘটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত