Ajker Patrika

হাফ পাসের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, আলটিমেটাম

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮: ২২
হাফ পাসের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, আলটিমেটাম

নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাস, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে নগরীর সদর রোডে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করে। 

সমাবেশে বক্তারা বলে, ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনার নামে কাঠামোগত হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সারা দেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। এ অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। 

শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদবিক্ষোভকালে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হলে সড়কটি অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বিজন সিকদার বলেন, ‘আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সরে যাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।’ 

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, ‘বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তাঁর দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত