পটুয়াখালী প্রতিনিধি
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসকে জরিমানা করায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ বেখেছে মালিকপক্ষ। হাতে গোনা কিছু বাস চললেও অধিকাংশ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সরাসরি পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কারণে লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হচ্ছে।
এর আগে দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করায় গতকাল রাতে পটুয়াখালী বাসস্টান্ডে মোবাইল কোর্ট বসিয়ে সাতটি বাস কোম্পানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে ঢাকার বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘আমি আগেই সাকুরা পরিবহনে টিকিট কেটেছিলাম, আজ শনিবার সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনি গাড়ি যাবে না। পরে টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়। এখন বরিশালের বাসে বরিশাল যাব, সেখান থেকে অন্য বাসে ঢাকায় ফিরব।’
এ বিষয়ে বাসমালিক, শ্রমিক ও টিকিট কাউন্টারের কেউ কথা বলতে রাজি না হলেও তাঁদের দাবি, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ঢাকা থেকে খালি বাস পটুয়াখালীতে আসতে হয়। এ কারণে মালিকের লোকসান হওয়ায় ঢাকা থেকে বাস না আসায় পটুয়াখালী থেকে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন না।
তবে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় আমরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।’
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসকে জরিমানা করায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ বেখেছে মালিকপক্ষ। হাতে গোনা কিছু বাস চললেও অধিকাংশ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সরাসরি পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কারণে লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হচ্ছে।
এর আগে দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করায় গতকাল রাতে পটুয়াখালী বাসস্টান্ডে মোবাইল কোর্ট বসিয়ে সাতটি বাস কোম্পানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে ঢাকার বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘আমি আগেই সাকুরা পরিবহনে টিকিট কেটেছিলাম, আজ শনিবার সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনি গাড়ি যাবে না। পরে টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়। এখন বরিশালের বাসে বরিশাল যাব, সেখান থেকে অন্য বাসে ঢাকায় ফিরব।’
এ বিষয়ে বাসমালিক, শ্রমিক ও টিকিট কাউন্টারের কেউ কথা বলতে রাজি না হলেও তাঁদের দাবি, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ঢাকা থেকে খালি বাস পটুয়াখালীতে আসতে হয়। এ কারণে মালিকের লোকসান হওয়ায় ঢাকা থেকে বাস না আসায় পটুয়াখালী থেকে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন না।
তবে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় আমরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।’
ঢাকার সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে নবীনগর-চন্দ্রা সড়কের মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে যাত্রীদের মালামালসহ বাসটি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
২ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে সালাম খন্দকার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় অভিযোগ জানালে পুলিশ সালাম খন্দকারকে আটক করেছে।
১০ মিনিট আগেঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ীর নতুনপাড়া গ্রামে ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ নামের একটি ভুঁইফোড় প্রতিষ্ঠান ঘিরে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। বোরোর জমিতে খননযন্ত্র দিয়ে মাটি কেটে তড়িঘড়ি করে তৈরি করা হচ্ছে ঘর, টাঙানো হয়েছে সাইনবোর্ড—তাতে লেখা: ‘প্রতিষ্ঠা ১৯৮১’।
৫ ঘণ্টা আগে‘বিদেশি সংস্কৃতি বর্জন করুন, দেশি সংস্কৃতি ধারণ করুন’ স্লোগানকে সামনে রেখে ১১ এপ্রিল খুলনায় হবে ‘স্বাধীনতা কনসার্ট’। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামে এ কনসার্ট হবে।
৬ ঘণ্টা আগে