Ajker Patrika

বরগুনায় ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
বরগুনায় মানববন্ধন কর্মসূচি। ছবি: সংগৃহীত
বরগুনায় মানববন্ধন কর্মসূচি। ছবি: সংগৃহীত

বরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ এবং তার বাবা মামলার বাদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা পৌর শহরের সদর রোড এলাকায় এবং সনাক-টিআইবি বরগুনা জেলা মহিলা পরিষদ ও জাগোনারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তিনজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত