Ajker Patrika

দুমকিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
দুমকিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকিতে শেখ হাসিনা সেনা নিবাসের ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ আগস্ট পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজের বিভিন্ন কক্ষে দুই শতাধিক অসহায় ও দুস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

ক্যাম্পেইনে শিশু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মোসলেম, মেডিসিন বিশেষজ্ঞ মেজর কায়সার ও গাইনি বিশেষজ্ঞ মেজর রুবিনা ও জেনারেল ফিজিশিয়ান মেজর আরিফ, মেজর তারেক এর মাধ্যমে ক্যাম্পেইনে গরিব ও অসহায় দুস্থ জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

দুমকিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিতক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কর্নেল মো. রবিউল আলম, এডিএমএস, লে. কর্নেল মনিরুজ্জামান মনির, অধিনায়ক ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও মেজর আওলাদ, উপ-অধিনায়ক ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। 

কর্নেল রবিউল আলম জানিয়েছেন, এই অঞ্চলের গরিব ও দুস্থ জনগণের মাঝে উন্নত চিকিৎসা সেবা প্রদান করাই ছিল তাদের মূল লক্ষ্য। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ল্যাবরেটরি টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত