ভোলা প্রতিনিধি
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে পথসভা শেষে তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন বলেন, ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচারকার্য পরিচালিত হয়েছিল। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল।
নাজিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি হলো সাধারণ জনগণের দল। তারা গণতান্ত্রিক নিয়মে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করবে। এ দেশের মানুষ চায় জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, তারা বারবার ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর বিএনপি লড়াই করেছে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু প্রমুখ।
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে পথসভা শেষে তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন বলেন, ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচারকার্য পরিচালিত হয়েছিল। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল।
নাজিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি হলো সাধারণ জনগণের দল। তারা গণতান্ত্রিক নিয়মে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করবে। এ দেশের মানুষ চায় জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, তারা বারবার ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর বিএনপি লড়াই করেছে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু প্রমুখ।
যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
১৫ মিনিট আগেগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির বিজয় মিছিলে স্ট্রোক করে (হৃদ্রোগ) যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
১৯ মিনিট আগেখুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।
৩৪ মিনিট আগে