Ajker Patrika

আ.লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: নাজিম উদ্দিন আলম

ভোলা প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। ছবি: আজকের পত্রিকা
সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। ছবি: আজকের পত্রিকা

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা ১৭ বছর সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

নাজিম উদ্দিন বলেন, ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচারকার্য পরিচালিত হয়েছিল। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল।

নাজিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি হলো সাধারণ জনগণের দল। তারা গণতান্ত্রিক নিয়মে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করবে। এ দেশের মানুষ চায় জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, তারা বারবার ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর বিএনপি লড়াই করেছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত