Ajker Patrika

দশমিনায় লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৯: ৫৬
দশমিনায় লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

পটুয়াখালীর দশমিনায় ঢাকা-পায়রাবন্দরগামী লঞ্চ এমভি পূবালী-৫ থেকে তেঁতুলিয়ার বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে মো. সাইফুল বিশ্বাস (২৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে পায়রাবন্দর যাওয়ার পথে আজ ভোর পৌনে পাঁচটার দিকে এমভি পূবালী-৫ ঘাটে বেড়ানোর সময় চরভুতম নামক স্থানে সাইফুল পড়ে যান। এমভি পূবালী-৫ ঘণ্টাব্যাপী নদীতে খোঁজ করে। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়ি তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে বিকেল চারটা পর্যন্ত সাইফুলের খোঁজ মেলেনি।

সাইফুলের বড় ভাই বাদশা মিয়া বলেন, ‘আমরা ছয় ভাই, পাঁচ বোন। আমি আর ছোট ভাই সাইফুল ঢাকায় কাজ করি। গতকাল বৃহস্পতিবার আমরা দুজন ঢাকা থেকে রাঙ্গাবালী যাচ্ছিলাম। আজ শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে লঞ্চের দ্বিতীয় তলায় দড়ি ধরে দাঁড়িয়ে ছিল সে। সেখান থেকে সে নদীতে পড়ে যায়। তার মৃগি রোগ ছিল। লঞ্চ মাস্টারকে বললে তিনি নদীর মাঝে লঞ্চ রেখে খোঁজ করেন। পরে লঞ্চ মাস্টার দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়িকে জানান। পরে তারা ভোর থেকে অভিযান শুরু করে বিকেল চারটা পর্যন্ত কোনো সন্ধান পায়নি।’

এমভি পূবালী-৫-এর মাস্টার মো. মনির হোসেন বলেন, ‘সাইফুলের বড় ভাই বাদশা বলেন, তাঁর ভাইয়ের মৃগি রোগ আছে। নামাজ পড়ে দড়ি ধরে দাঁড়িয়ে ছিল। তখন সে নদীতে পড়ে যায়। আমি লঞ্চ ঘুরিয়ে সার্চলাইট মেরে খুঁজে পাইনি। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়িতে ফোন করে জানাই। তারা এসে অভিযান চালায়।’

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা করি। তবে এখনো পাইনি।’

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তাহেরুল বলেন, ‘ভোর পাঁচটায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তাঁকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত পাইনি। এখন অভিযান সাময়িক স্থগিত। পটুয়াখালী জেলা অফিসে জানানোর পর ডুবুরি দল পাঠিয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, ‘খবর পেয়ে আমি বাঁশবাড়িয়া লঞ্চঘাটে যাই। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়ি নদীতে যৌথ অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত