লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের স্কুল রোডে ছোট একটি চায়ের দোকান নান্নু হোসেনের। প্রতিদিন ফজর নামাজের পর দোকান খোলেন তিনি। দোকান খুলেই প্রায় দু শ পাখিকে দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি দেন খেতে।
এভাবেই চলছে ৫ বছর ধরে। প্রথমে ২০ / ২৫টি শালিক আসলেও বর্তমানে শালিকের সংখ্যা প্রায় দু শ। প্রতিদিন ভোরে এমন আতিথেয়তার কারণে নান্নুর সঙ্গে শালিকগুলোর বেশ ভাব জমেছে। তাঁর সঙ্গে শালিকদের এমন সখ্য মন কেড়েছে এলাকাবাসীরও।
পাখিদের সঙ্গে এমন দারুণ সম্পর্কের ব্যাপারে নান্নু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৫ বছর আগে দেখতাম বেশ কিছু শালিক ভোরে দোকানের সামনে বসে থাকে। তখন মাঝে মধ্যে শালিকদের খাবার দিতাম। এরপর থেকে ধীরে ধীরে শালিকের সংখ্যা বাড়তে থাকে। এতে শালিকগুলোর প্রতি এক ধরনের মায়া সৃষ্টি হয়ে যায়। তারপর থেকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি।’
নান্নু মিয়া আরও বলেন, ‘এখন প্রায় দু শ শালিক প্রতিদিন ভোরে আমার দোকানের সামনে আসে। আমি ওই সব শালিকদের খাবার দেই। পাখিগুলোর কিচিরমিচির ডাক সত্যিই ভালো লাগে। এতে মনের মধ্যেও প্রশান্তি মিলে।’
নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) ভোলার সমন্বয়কারী মো. জসিম জনি বলেন, ‘পাখির প্রতি মানুষের এ ধরনের ভালোবাসা থাকা উচিত। তাহলে পাখি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। পাখি বিভিন্ন ভাবে পরিবেশের উপকারে করে। আমাদের প্রত্যেকেরই উচিত পাখির প্রতি উদারতা দেখানো।’
ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা বাজারের স্কুল রোডে ছোট একটি চায়ের দোকান নান্নু হোসেনের। প্রতিদিন ফজর নামাজের পর দোকান খোলেন তিনি। দোকান খুলেই প্রায় দু শ পাখিকে দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি দেন খেতে।
এভাবেই চলছে ৫ বছর ধরে। প্রথমে ২০ / ২৫টি শালিক আসলেও বর্তমানে শালিকের সংখ্যা প্রায় দু শ। প্রতিদিন ভোরে এমন আতিথেয়তার কারণে নান্নুর সঙ্গে শালিকগুলোর বেশ ভাব জমেছে। তাঁর সঙ্গে শালিকদের এমন সখ্য মন কেড়েছে এলাকাবাসীরও।
পাখিদের সঙ্গে এমন দারুণ সম্পর্কের ব্যাপারে নান্নু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৫ বছর আগে দেখতাম বেশ কিছু শালিক ভোরে দোকানের সামনে বসে থাকে। তখন মাঝে মধ্যে শালিকদের খাবার দিতাম। এরপর থেকে ধীরে ধীরে শালিকের সংখ্যা বাড়তে থাকে। এতে শালিকগুলোর প্রতি এক ধরনের মায়া সৃষ্টি হয়ে যায়। তারপর থেকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি।’
নান্নু মিয়া আরও বলেন, ‘এখন প্রায় দু শ শালিক প্রতিদিন ভোরে আমার দোকানের সামনে আসে। আমি ওই সব শালিকদের খাবার দেই। পাখিগুলোর কিচিরমিচির ডাক সত্যিই ভালো লাগে। এতে মনের মধ্যেও প্রশান্তি মিলে।’
নেচার কনজারভেশন কমিটির (এনসিসি) ভোলার সমন্বয়কারী মো. জসিম জনি বলেন, ‘পাখির প্রতি মানুষের এ ধরনের ভালোবাসা থাকা উচিত। তাহলে পাখি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। পাখি বিভিন্ন ভাবে পরিবেশের উপকারে করে। আমাদের প্রত্যেকেরই উচিত পাখির প্রতি উদারতা দেখানো।’
মাগুরার শালিখার হরিশপুর গ্রামের ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর একজনকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
১০ মিনিট আগেসাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার পর পুলিশের সাঁজোয়া যান এপিসির ওপর থেকে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মরদেহ ফেলে দেওয়ার ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার
১৬ মিনিট আগেপিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় আব্দুল হাই খান (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুই যুবক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেআজ রোববার সন্ধ্যায় রত্না আক্তার ও তাঁর মেয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে আক্কেলপুর পৌর সদরের নিচাবাজার এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। জোয়ানা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে গিয়ে পাশের গাছে ধাক্কা খায়। এতে রত্না আক্তার গুরুতর...
১ ঘণ্টা আগে