Ajker Patrika

মৃত্যুপথযাত্রী শিক্ষকের পকেট থেকে টাকা হাতিয়ে নিলেন অটোরিকশাচালক

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৬: ৪৫
মৃত্যুপথযাত্রী শিক্ষকের পকেট থেকে টাকা হাতিয়ে নিলেন অটোরিকশাচালক

সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষককে আনা হয় হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে ওই আহত শিক্ষকের পকেট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন এক অটোরিকশাচালক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর টাকা চুরির বিষয়টি জানাজানি হয়।

গত শুক্রবার (২৭ মে) পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

আহত মিলন কৃষ্ণ মজুমদার (৪৮) পিরোজপুর শহরের করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক। অটোরিকশাচালকের নাম মিন্টু (৫০)। তিনি সদর উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। 

জেলা হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, দুর্ঘটনায় আহত অবস্থায় শিক্ষক মিলনকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে পকেট থেকে শিক্ষকের টাকা হাতিয়ে নিচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাঁর পরিচয় পাওয়া যায়। 

আহত শিক্ষকের পাশে দাঁড়িয়ে আছেন অভিযুক্ত অটোরিকশাচালককরিমুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, জমি কেনার উদ্দেশ্যে গত শুক্রবার বিকেলে মিলন নিজের মোটরসইকেল নিয়ে বের হন। এরপর পৌরসভার সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। আহত অবস্থায় অটোরিকশা নিয়ে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসেন গৌতম মালাকার নামের আরেকজন শিক্ষক। জরুরি বিভাগে থাকা সেই অটোরিকশাচালক আহত মিলনের পকেট থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। 

জাহিদুল আরও জানান, তাঁর পকেট থেকে বের করা মানিব্যাগ ও মোবাইল ফোনও গৌতমের কাছে জমা রাখেন তিনি। এরই এক ফাঁকে গৌতম পাশে থাকা অবস্থায় মিলনের ডান পকেট থেকে একটি টাকার বান্ডিল বের করেন। এরপর নিজের লুঙ্গির মধ্যে লুকিয়ে সেখান থেকে সটকে পড়েন মিন্টু। 

পরে হাসপাতালের জরুরি বিভাগে থাকা সিসিটিভি ফুটেজে টাকা নেওয়ার দৃশ্য ধরা পড়ায় তা ফেরত দিতে হয় ওই চালককে। তবে মানুষের বিপদের সময়ও যারা এ ধরনের অপকর্ম করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই শিক্ষক। 

ভিড়ের মধ্যে মাঝেমধ্যে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এ ধরনের ঘটনা হাসপাতালে প্রথম ঘটেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে মিন্টুকে শনাক্তের পর পুলিশ চুরি হওয়া টাকা উদ্ধার করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লখ্য, দুর্ঘটনায় আহত শিক্ষক মিলন পরের দিন শনিবার খুলনায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর স্ত্রী একজন স্বাস্থ্যকর্মী এবং তাঁদের তিন মেয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে বাস করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত