Ajker Patrika

গভীর রাতে লাউডস্পিকার বাজিয়ে আনন্দভ্রমণ, মুচলেকা দিয়ে মুক্তি পেল ১৮ কিশোর–তরুণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
Thumbnail image

ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে লাউডস্পিকার বাজানোর কারণে ১৮ কিশোর–তরুণকে আটক করে পুলিশ। 

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরসভা গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যান ও লাউডস্পিকারসহ সব মালামালও জব্দ করা হয়। 

আজ সোমবার দুপুরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ১৮ কিশোর–তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। 

লালমোহন থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ডভ্যানে করে ১৮ সদস্যের কিশোর ও তরুণের একটি দল চরফ্যাশনের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৩টার দিকে লালমোহন পৌরসভা গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই কাভার্ডভ্যানটির থামান থানার রাত্রিকালীন দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান। 

এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে লাউডস্পিকার বাজিয়ে শব্দদূষণ ও সাধারণ মানুষকে বিরক্ত করার কারণে ১৮ ভ্রমণকারীকে কাভার্ডভ্যানসহ আটক করা হয়। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত