দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় মৃত আওয়ামী লীগ নেতা মো. হারুন সরদারের (৫২) নামে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত ১৩ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির নেতা সবুজ ঢালি বাদী হয়ে থানায় এই মামলা করেন।
মামলার ৩৫ নম্বর আসামি আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা (মৌবাড়িয়া) গ্রামের বাসিন্দা ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন সরদার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। মৃত ব্যক্তির মামলার ঘটনাটি জানাজানি হলে উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ককটেলের বিস্ফারণ ঘটিয়ে সম্মেলন পণ্ড করে দেন।
এ ঘটনায় গত ১৩ মার্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয় মৃত হারুন সরদারকে।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারের কাছ থেকে এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির মোবাইল ফোনে বলেন, এটা যে মিথ্যা তা স্পষ্ট। কারণ আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন ও বানোয়াট হয়রানিমূলক মামলা। তবে মামলার এজাহারকারী সবুজ ঢালি মোবাইল ফোনে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ১৩ মার্চ সবুজ ঢালি মামলা করেন। এজাহারভুক্ত কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃতসনদ পেলে তাঁর নাম বাদ পড়বে। মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য দায়ী মামলার বাদী।
পটুয়াখালীর দশমিনায় মৃত আওয়ামী লীগ নেতা মো. হারুন সরদারের (৫২) নামে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত ১৩ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির নেতা সবুজ ঢালি বাদী হয়ে থানায় এই মামলা করেন।
মামলার ৩৫ নম্বর আসামি আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা (মৌবাড়িয়া) গ্রামের বাসিন্দা ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন সরদার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। মৃত ব্যক্তির মামলার ঘটনাটি জানাজানি হলে উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ককটেলের বিস্ফারণ ঘটিয়ে সম্মেলন পণ্ড করে দেন।
এ ঘটনায় গত ১৩ মার্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয় মৃত হারুন সরদারকে।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারের কাছ থেকে এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির মোবাইল ফোনে বলেন, এটা যে মিথ্যা তা স্পষ্ট। কারণ আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন ও বানোয়াট হয়রানিমূলক মামলা। তবে মামলার এজাহারকারী সবুজ ঢালি মোবাইল ফোনে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ১৩ মার্চ সবুজ ঢালি মামলা করেন। এজাহারভুক্ত কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃতসনদ পেলে তাঁর নাম বাদ পড়বে। মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য দায়ী মামলার বাদী।
দিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট কার্ড জটিলতায় দুই মাস ধরে টিসিবির পণ্য পায়নি উপজেলার প্রায় ১৯ হাজার পরিবার। পবিত্র রমজান মাসেও টিসিবির পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্যমূল্যে বিতরণ করা এই পণ্য স্মার্ট কার্ডের অভাবে বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ডিলারমালিক
৪ মিনিট আগেশতভাগ বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জের দুই উপজেলায় কোটি টাকা ব্যয়ে নলকূপ স্থাপন করা হয়। কিন্তু দুই বছর যেতে না যেতেই সুফল মিলছে না প্রকল্পের। যেনতেনভাবে নলকূপ স্থাপন করে ক্ষমতাসীন দলের ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের টাকা লুটপ
৯ মিনিট আগেরাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০টি আবাসিক ভবন নির্মাণ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। ছয়তলাবিশিষ্ট এসব ভবনে দুটি করে ইউনিটে ১০টি ফ্ল্যাট রয়েছে। এসব আবাসিক এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে ফ্ল্যাট সম্প্রসারণসহ ভবনের ফাঁকা জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্
১৪ মিনিট আগেরাজধানীর দক্ষিণখানে কিশোর গ্যাং নেতা, ডাকাতি, চাঁদাবাজ এবং হত্যাচেষ্টাসহ মামলার আসামি মো. ফরহাদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
৩৬ মিনিট আগে