দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় মৃত আওয়ামী লীগ নেতা মো. হারুন সরদারের (৫২) নামে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত ১৩ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির নেতা সবুজ ঢালি বাদী হয়ে থানায় এই মামলা করেন।
মামলার ৩৫ নম্বর আসামি আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা (মৌবাড়িয়া) গ্রামের বাসিন্দা ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন সরদার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। মৃত ব্যক্তির মামলার ঘটনাটি জানাজানি হলে উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ককটেলের বিস্ফারণ ঘটিয়ে সম্মেলন পণ্ড করে দেন।
এ ঘটনায় গত ১৩ মার্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয় মৃত হারুন সরদারকে।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারের কাছ থেকে এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির মোবাইল ফোনে বলেন, এটা যে মিথ্যা তা স্পষ্ট। কারণ আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন ও বানোয়াট হয়রানিমূলক মামলা। তবে মামলার এজাহারকারী সবুজ ঢালি মোবাইল ফোনে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ১৩ মার্চ সবুজ ঢালি মামলা করেন। এজাহারভুক্ত কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃতসনদ পেলে তাঁর নাম বাদ পড়বে। মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য দায়ী মামলার বাদী।
পটুয়াখালীর দশমিনায় মৃত আওয়ামী লীগ নেতা মো. হারুন সরদারের (৫২) নামে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত ১৩ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির নেতা সবুজ ঢালি বাদী হয়ে থানায় এই মামলা করেন।
মামলার ৩৫ নম্বর আসামি আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা (মৌবাড়িয়া) গ্রামের বাসিন্দা ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন সরদার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। মৃত ব্যক্তির মামলার ঘটনাটি জানাজানি হলে উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ককটেলের বিস্ফারণ ঘটিয়ে সম্মেলন পণ্ড করে দেন।
এ ঘটনায় গত ১৩ মার্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয় মৃত হারুন সরদারকে।
এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারের কাছ থেকে এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির মোবাইল ফোনে বলেন, এটা যে মিথ্যা তা স্পষ্ট। কারণ আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন ও বানোয়াট হয়রানিমূলক মামলা। তবে মামলার এজাহারকারী সবুজ ঢালি মোবাইল ফোনে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ১৩ মার্চ সবুজ ঢালি মামলা করেন। এজাহারভুক্ত কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃতসনদ পেলে তাঁর নাম বাদ পড়বে। মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য দায়ী মামলার বাদী।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩ ঘণ্টা আগে