Ajker Patrika

পিরোজপুরে যুবলীগের কর্মীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮: ১৪
পিরোজপুরে যুবলীগের কর্মীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন

পিরোজপুরে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান করাকে কেন্দ্র করে কদমতলার যুবলীগের কর্মীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত যুবলীগের কর্মী নাদিম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান। 

আহত যুবলীগ নেতা নাদিম খান (৩২) সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের ছেলে এবং মাসুদ শেখ (২৫) উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখের ছেলে। 

আহত মাসুদ শেখ বলেন, ‘বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ছিল। সেই সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খানের নেতৃত্বে যোগদান করি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব হোসেন ও তাঁর ভাতিজা বায়জীদ লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালান।’ 

কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান বলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের লোকজন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা সফল করার জন্য যোগদান করেন। বুধবার লোক বেশি থাকায় তাদের ওপর হামলা করতে পারেনি। তাই আজ বাড়িতে বাড়িতে গিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। নাদিমের হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পরে খুলনায় পাঠানো হয়েছে। নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ২০-৩০টি কোপ দেওয়া হয়েছে। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন থাকায় গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত