Ajker Patrika

বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আবদুল বারেক (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত বারেক জাহানপুর ইউনিয়নের মৃত আসলামের ছেলে।   

এ বিষয়ে জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম হাওলাদার জানান, নিহত বারেক সকালে তার বাড়ি সংলগ্ন মাঠে গরু চড়াতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি। 

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত