Ajker Patrika

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ৪৪ জেলে উদ্ধার

ভোলা প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৭: ৫৬
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ৪৪ জেলে উদ্ধার

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাগরে ভেসেছিল মাছ ধরার ইঞ্জিনচালিত দুটি ট্রলার। ওই ট্রলার দুটিতে ছিল ৪৪ জন জেলে। ৫ দিন সাগরে ভেসে থাকা ট্রলার দুটিসহ ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ রোববার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া অংশ থেকে তাদের উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মো. রুবেল, সোহাগ, জয়নাল আবেদীন, জসিমউদদীন, তফসির, রাসেল, রুহুল আমিন, নজরুল ইসলাম, এনামুল হক, মোজাম্মেল হক, নিজাম উদ্দিন, নুরুন নবী, খালেদ হোসেন, বদিউল আলম, ফয়সাল, নিজাম উদ্দিন, শাহীন আলম জুয়েল, দিদার, আব্দুল্লাহ, আহাম্মেদ হোসেন, মান্নান, বোরহান ও মাহমুদুল ইসলাম। তাদের সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। 

ট্রলারে থাকা ট্রলার মালিক আহমেদ কবির রোববার বিকেলে আজকের পত্রিকাকে জানান, জেলেরা গত বুধবার মাছ শিকার করতে বঙ্গোপসাগরে যান। তখন আবহাওয়ার পূর্বাভাস পেয়ে সাগর থেকে তীরে ফিরে আসার চেষ্টা করলে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে গত ৫ দিন ধরে সাগরে ভেসেছিলেন তারা। 

আহমেদ কবির বলেন, ‘আমরা ১৫ দিনের খাবার নিয়ে মাছ শিকার করতে সাগরে গিয়েছিলাম। ওই ৫ দিন সেই খাবার খেয়েই বেঁচে ছিলাম। তবে, এ সময় ঝড়ের আঘাতে আমাদের ১০ লাখ টাকার জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন মহিপুর রয়েছি। উদ্ধার হওয়া জেলেরা সবাই বাড়ি চলে গেছেন।’ 
 
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে ৫ দিন পর রোববার বঙ্গোপসাগর থেকে ৪৪ জেলেকে পৃথক অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করেছে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

এদিকে, ভোলার লালমোহনে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫৬ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত