Ajker Patrika

বরিশাল বিএম কলেজের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিএম কলেজের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সার্জেন্ট ফজলুল হক (মুসলিম) হল থেকে মো. মাইনুল ইসলাম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে একটি পরিত্যক্ত কক্ষ থেকে মাইনুলের লাশ উদ্ধার করা হয়। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা টিনশেডের হোস্টেলের ওপরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর লাশ পেয়েছি। পরে সুরতহাল করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আমাদের আত্মহত্যা মনে হচ্ছে। তবে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’ 
 
মাইনুল ইসলাম সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকায়। 

বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে মাইনুল ইসলামের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত