Ajker Patrika

দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বিধ্বস্ত ট্রলি, আহত ৪ 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
Thumbnail image

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিআরটিসির দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতায় ট্রলির সঙ্গে ধাক্কায় ট্রলির ৪ জন আরোহী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ভান্ডারিয়া-বরিশাল বঙ্গবন্ধু মহাসড়কের ভান্ডারিয়া কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ৪ জনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আহতদের মধ্যে ইউসুফ আকন (৬০) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অপর আহতরা হলেন, সেলিম (২৫), জাকির হোসেন (৩৫, কবির জোমাদ্দার (৫০)। আহতরা সকলেই উপজেলার তেলিখালি ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, ভান্ডারিয়া-বরিশাল বঙ্গবন্ধু মহাসড়কে বরিশালগামী বিআরটিসির দুটি বাস প্রতিযোগিতা করে চলছিল। এ সময় একটি বাস অপরটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা টিনবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রলির চালকসহ চারজন আহত হন। 

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আহত সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ 

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ‘এ ঘটনায় বিআরটিসির একটি বাস জব্দ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত