Ajker Patrika

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
হাট-বাজার ইজারা নিয়ে আজ বরিশাল নগর ভবনে দিনভর ছিল হট্টগোল। ছবি: আজকের পত্রিকা
হাট-বাজার ইজারা নিয়ে আজ বরিশাল নগর ভবনে দিনভর ছিল হট্টগোল। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাটবাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিডিউল জমা দেওয়ার শেষ দিনে নগর ভবনে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের সরগরম উপস্থিতি ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ নগর ভবনের গেটের সামনে এক যুবককে মারধর করে ছাত্রদলের কর্মীরা। শিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। এর মধ্যে কোনো কোনো হাট-বাজারের ইজারা প্রক্রিয়া শেষ করার সময় কয়েক দফায় অস্থিরতা ছড়িয়ে পড়ে নগর ভবনে। উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে শিডিউল জমা দেওয়ার জন্য ঠিকাদারদের উৎসাহিত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাট-বাজার, বাস টার্মিনাল ইজারার দরপত্র নিয়ে আজ সকাল থেকে নগরের ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। দফায় দফায় মহড়া দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে নগর ভবনে পুলিশ মোতায়েন ছিল।

বেলা ১১টার দিকে যুবদলের কর্মী আর আই সোহেলকে বেধড়ক মারধর করে ছাত্রদলের কর্মীরা। পোর্টরোড হাট-বাজারের ইজারার বিপরীতে শিডিউল জমা দেওয়ায় মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে সোহেলকে মারধর করা হয় বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠু বলেন, সিটি করপোরেশনের ইজারার শিডিউল ডিসি অফিসেও জমা দেওয়ার সুযোগ ছিল। এ জন্য সকালে তাঁরা পোর্টরোড বাজারের শিডিউল জমা দিতে গেলে সোহাগ নামের এক ছোট ভাইকে মারধর করে কাগজ রেখে দেয় সোহেল ও তাঁর লোকজন। ওই ছোট ভাইয়েরা বেলা ১১টার দিকে সোহেলকে নগর ভবনের সামনে পেয়ে গালাগাল ও হাতাহাতি করেছে।’

এ বিষয়ে জানতে আর আই সোহেলকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বিকেলে বলেন, ওপেন টেন্ডার কার্যক্রমে হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। ব্যাপক গ্যাদারিং হলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ করা গেছে। নগর ভবনের ভেতরে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে তিনি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত