নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাটবাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিডিউল জমা দেওয়ার শেষ দিনে নগর ভবনে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের সরগরম উপস্থিতি ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ নগর ভবনের গেটের সামনে এক যুবককে মারধর করে ছাত্রদলের কর্মীরা। শিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। এর মধ্যে কোনো কোনো হাট-বাজারের ইজারা প্রক্রিয়া শেষ করার সময় কয়েক দফায় অস্থিরতা ছড়িয়ে পড়ে নগর ভবনে। উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে শিডিউল জমা দেওয়ার জন্য ঠিকাদারদের উৎসাহিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাট-বাজার, বাস টার্মিনাল ইজারার দরপত্র নিয়ে আজ সকাল থেকে নগরের ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। দফায় দফায় মহড়া দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে নগর ভবনে পুলিশ মোতায়েন ছিল।
বেলা ১১টার দিকে যুবদলের কর্মী আর আই সোহেলকে বেধড়ক মারধর করে ছাত্রদলের কর্মীরা। পোর্টরোড হাট-বাজারের ইজারার বিপরীতে শিডিউল জমা দেওয়ায় মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে সোহেলকে মারধর করা হয় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠু বলেন, সিটি করপোরেশনের ইজারার শিডিউল ডিসি অফিসেও জমা দেওয়ার সুযোগ ছিল। এ জন্য সকালে তাঁরা পোর্টরোড বাজারের শিডিউল জমা দিতে গেলে সোহাগ নামের এক ছোট ভাইকে মারধর করে কাগজ রেখে দেয় সোহেল ও তাঁর লোকজন। ওই ছোট ভাইয়েরা বেলা ১১টার দিকে সোহেলকে নগর ভবনের সামনে পেয়ে গালাগাল ও হাতাহাতি করেছে।’
এ বিষয়ে জানতে আর আই সোহেলকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বিকেলে বলেন, ওপেন টেন্ডার কার্যক্রমে হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। ব্যাপক গ্যাদারিং হলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ করা গেছে। নগর ভবনের ভেতরে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে তিনি দাবি করেন।
বরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাটবাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিডিউল জমা দেওয়ার শেষ দিনে নগর ভবনে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের সরগরম উপস্থিতি ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ নগর ভবনের গেটের সামনে এক যুবককে মারধর করে ছাত্রদলের কর্মীরা। শিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। এর মধ্যে কোনো কোনো হাট-বাজারের ইজারা প্রক্রিয়া শেষ করার সময় কয়েক দফায় অস্থিরতা ছড়িয়ে পড়ে নগর ভবনে। উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে শিডিউল জমা দেওয়ার জন্য ঠিকাদারদের উৎসাহিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাট-বাজার, বাস টার্মিনাল ইজারার দরপত্র নিয়ে আজ সকাল থেকে নগরের ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। দফায় দফায় মহড়া দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে নগর ভবনে পুলিশ মোতায়েন ছিল।
বেলা ১১টার দিকে যুবদলের কর্মী আর আই সোহেলকে বেধড়ক মারধর করে ছাত্রদলের কর্মীরা। পোর্টরোড হাট-বাজারের ইজারার বিপরীতে শিডিউল জমা দেওয়ায় মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে সোহেলকে মারধর করা হয় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠু বলেন, সিটি করপোরেশনের ইজারার শিডিউল ডিসি অফিসেও জমা দেওয়ার সুযোগ ছিল। এ জন্য সকালে তাঁরা পোর্টরোড বাজারের শিডিউল জমা দিতে গেলে সোহাগ নামের এক ছোট ভাইকে মারধর করে কাগজ রেখে দেয় সোহেল ও তাঁর লোকজন। ওই ছোট ভাইয়েরা বেলা ১১টার দিকে সোহেলকে নগর ভবনের সামনে পেয়ে গালাগাল ও হাতাহাতি করেছে।’
এ বিষয়ে জানতে আর আই সোহেলকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বিকেলে বলেন, ওপেন টেন্ডার কার্যক্রমে হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। ব্যাপক গ্যাদারিং হলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ করা গেছে। নগর ভবনের ভেতরে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে তিনি দাবি করেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৪ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৪ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৫ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৫ ঘণ্টা আগে