আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে বের হয়ে লাশ হয়ে ফিরলেন মা ও ছেলে। পথে পিকআপের চাপায় মৃত্যু হয় মা নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মো. রাকিব (১৬)। পুলিশ পিকআপ চালক মো. নুর আলমকে (৩৩) আটক করেছে ও পিকআপটি জব্দ করেছে।
আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তার ভাই সিদ্দিক পাহলানকে বলতে তাঁর বাড়িতে হেঁটে যাচ্ছিল। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ একটি মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে পথচারী মা নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিবকে চাপা দেয়। পিকআপের চাপায় মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পিকআপ চালক মো. নুর আলম পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক এবং পিকআপটি জব্দ করে। এ ঘটনায় আমতলী থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
পুলিশ বলছে, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক পিকআপ চালকের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাউশচারা গ্রামে। তাঁর বাবার নাম মো. নুর আহম্মেদ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘পিকআপ একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছে।’
নিহত নুরুন্নাহারের চাচা মো. খলিলুর রহমান বলেন, ‘মির্জাগঞ্জ দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ভাই সিদ্দিক পাহলানের কাছে বলতে তাঁর বাড়িতে যাওয়ার পথে পিকআপের চাপায় পিষ্ট হয়ে আমার ভাতিজি ও নাতি নিহত হয়েছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চালক মো. নুর আলমকে গ্রেপ্তার এবং পিকআপ জব্দ করা হয়েছে।’
বরগুনা মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে বের হয়ে লাশ হয়ে ফিরলেন মা ও ছেলে। পথে পিকআপের চাপায় মৃত্যু হয় মা নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মো. রাকিব (১৬)। পুলিশ পিকআপ চালক মো. নুর আলমকে (৩৩) আটক করেছে ও পিকআপটি জব্দ করেছে।
আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তার ভাই সিদ্দিক পাহলানকে বলতে তাঁর বাড়িতে হেঁটে যাচ্ছিল। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ একটি মালবাহী ট্রাককে সাইট দিতে গিয়ে পথচারী মা নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিবকে চাপা দেয়। পিকআপের চাপায় মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পিকআপ চালক মো. নুর আলম পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক এবং পিকআপটি জব্দ করে। এ ঘটনায় আমতলী থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
পুলিশ বলছে, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক পিকআপ চালকের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মাউশচারা গ্রামে। তাঁর বাবার নাম মো. নুর আহম্মেদ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘পিকআপ একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছে।’
নিহত নুরুন্নাহারের চাচা মো. খলিলুর রহমান বলেন, ‘মির্জাগঞ্জ দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ভাই সিদ্দিক পাহলানের কাছে বলতে তাঁর বাড়িতে যাওয়ার পথে পিকআপের চাপায় পিষ্ট হয়ে আমার ভাতিজি ও নাতি নিহত হয়েছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চালক মো. নুর আলমকে গ্রেপ্তার এবং পিকআপ জব্দ করা হয়েছে।’
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
৩ মিনিট আগেশাহরিয়ারের সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
২৭ মিনিট আগেপাবনার চাটমোহরে গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ফজলুল হক (৫২) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
৩২ মিনিট আগেঝালকাঠির রাজাপুরে পাওনা টাকার জন্য গোয়াল থেকে গাভী নিয়ে যাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
৪৪ মিনিট আগে