Ajker Patrika

আশ্রয়কেন্দ্রে প্রথম সন্তানের মা হলেন তানজিলা

প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২১, ১৫: ২০
Thumbnail image

কলাপাড়া (পটুয়াখালী): ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সাইক্লোন শেল্টারে প্রসব বেদনা উঠলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগীতায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে ওই গ্রাম প্লাবিত হয়। অন্তঃসত্ত্বা তানজিলাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান তার স্বামী নুর-আলম শরিফ। বুধবার সকালে তার স্ত্রী সন্তান প্রসব করেন।এটি তাদের প্রথম সন্তান। স্থানীয়রা জানান, পুত্র সন্তানটির নাম রাখা হয়েছে বেল্লাল।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মা ছেলে দুজনই সুস্থ আছে। তাঁদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় তাঁরা এখনো ওই আশ্রয় কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজ রাখছি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হালদার আজকের পত্রিকাকে জানান, বিষয়টি আমরা জানার পর স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে। এখন মা ও নবজাতক ভালো আছেন। চিকিৎসকেরা প্রতিমুহূর্তে মা এবং নবজাতকের খোঁজ খবর নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত