Ajker Patrika

একটু বৃষ্টিতেই কবরস্থানে জমে পানি

মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০: ০৯
একটু বৃষ্টিতেই কবরস্থানে জমে পানি

একটু বৃষ্টিতেই পটুয়াখালী শহরের পৌর কবরস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। শুকনো মৌসুমের তুলনায় বর্ষা মৌসুমে মরদেহ দাফন করতে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। পৌরবাসীর দাবি, কবরস্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসনের পাশাপাশি নতুন কবরস্থান নির্মাণ করবে পৌর কর্তৃপক্ষ।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৮৯২ সালে পটুয়াখালী পৌরসভা গঠিত হয়। পৌর এলাকায় কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য সে সময়ে প্রায় সাত একর জমিতে পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি কবরস্থান নির্মাণ করা হয়। তবে বর্তমানে পৌর কবরস্থানে জায়গা না থাকায় পুরোনো কবরগুলোর ওপরেই নতুন করে মরদেহ দাফন করা হয়।

সরেজমিনে পৌর কবরস্থানে দেখা যায়, কবরস্থানের গেট পেরিয়ে ভেতরে এগোতেই চোখে পড়ে কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে আছে ভেতরের সড়কটি। ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।

কবরস্থানের খাদেম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কবরস্থানে জলাবদ্ধতা নতুন নয়, প্রতিবছরই হয়ে থাকে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘কবরস্থানের জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানিটা জমছে, সে পানিটা না জমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানি জমেছে তা যেন না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর পৌর এলাকার পাশে আধুনিক কবরস্থানের প্রকল্প উন্নয়নের কাজ শুরু করছি। আশা করছি কাছাকাছি সময়ের মধ্যে আধুনিক কবরস্থানের নির্মাণকাজ শুরু করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত