Ajker Patrika

শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার সাভারের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ শনিবার সকাল ১০টায় দশমিনা উপজেলার সামনের মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক ও কর্মচারী।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারা হোসেন।

সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন, আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল আলমসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। 

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন রক্ষাকারী বাহিনী (পুলিশ) নীরব ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দোষীদের দ্রুত আইনের অধীনে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত