Ajker Patrika

জানালার গ্রিল কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
জানালার গ্রিল কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি

পটুয়াখালী দশমিনায় জানালার গ্রিল কেটে ১২ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৪ লাখ টাকা চুরি হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 
 
ওই গ্রামের মো. ফজলুল হক মোক্তারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার বলে, গতকাল রাত ১১টায় ফজলুল মোক্তার, তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ ঘুমাতে যান। রাত ২টার দিকে ফজলুল মোক্তারের স্ত্রীর ঘুম থেকে সজাগ হয়ে দেখেন সিন্দুকের কপাট খোলা। এ সময় তিনি স্বামীকে ঘুম থেকে ডেকে তোলেন। ঘরের মালামাল এলোমেলো ও সিন্দুক খোলা ছিল। সিন্দুক থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরেরা। এ সময় ছেলেকে ডাকলে দেখেন ঘরের বাইরে থেকে ছিটকিনি দেওয়া। আজ শুক্রবার সকলে তাঁরা দেখেন ঘরের সামনের বারান্দার জানালার গ্রিল কাটা। 

তারা বলেন, সিন্দুকে রক্ষিত ১২ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা নিয়ে ঘরের মেঝেতে বিভিন্ন মালামাল ছড়িয়ে রেখে যায় চোরেরা। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত